For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল পাইলটদের দোষে নয়, নেপথ্যে অন্য কারণ

বেঙ্গালুরুতে গত ফেব্রুয়ারিতে যে মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল তাতে পাইলটের কোনও খামতি ছিল না। প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে গত ফেব্রুয়ারিতে যে মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল তাতে পাইলটের কোনও খামতি ছিল না। প্রযুক্তিগত ত্রুটির জন্যই এই সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে। সেজন্য কোর্ট অব এনকোয়ারিও নির্দেশ দেওয়া হয়।

বেঙ্গালুরুতে মিরাজ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল পাইলটদের দোষে নয়, নেপথ্যে অন্য কারণ

দুজন বায়ুসেনার পাইলট আপগ্রেড করা মিরাজ ২০০০ বিমান পরীক্ষা করছিলেন। তাঁরা হলেন স্কোয়াড্রন লিডার সমীর আবরোল ও সিদ্ধার্থ নেগি। তাঁরা দুর্ঘটনায় প্রাণ হারান।

সফটওয়্যারের সমস্যাতেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। কোর্ট অব এনকোয়ারি-র তদন্তে কী উঠে আসে সেদিকেই সকলের নজর রয়েছে। এখনও তদন্ত চলছে। দুর্ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে সেটাই বের করে আনার চেষ্টা চলছে।

ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের তৈরি মিরাজ ২০০০ বিমানটিকে আপগ্রেড করছে ভারতীয় সংস্থা হ্যাল। ফেব্রুয়ারির গোটা ঘটনাটাই ভিডিওতে ধরা রয়েছে। এর আগের দুর্ঘটনায় পড়া যুদ্ধবিমানের ব্ল্যাকবক্স ফ্রান্সে পরীক্ষণের জন্য পাঠানো হয়েছে।

English summary
Mirage 2000 crashed in Bengaluru due to technical malfunction, not pilot error
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X