For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষিকাকে খুন করতে 'সুপারি কিলার' নাবালক ছাত্র! হাতে পাওয়া টাকায় খায় বার্গার, তাজ্জব পুলিশ

শিক্ষিকাকে খুন করতে 'সুপারি কিলার' নাবালক ছাত্র !

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিককালে মুম্বই পুলিশের হাতে আসে এক চাঞ্চল্যকর খুনের মামলা। যে ঘটনার তদন্ত করতে গিয়ে, রীতিমতো অবাক হয়ে যায় মুম্বই পুলিশ। ঘটনাটি ছিল এক স্কুল প্রিন্সিপালের খুন সংক্রান্ত কাণ্ড। যার তদন্তে নেমে পুলিশ যা তথ্য় প্রমাণ পেয়েছে তা হতবাক করেছে অনেককেই।

১০০০ টাকায় খুন!

১০০০ টাকায় খুন!

মুম্বই পুলিশের তদন্ত রিপোর্ট বলছে,১২ বছরের ওই নাবালক ১০০০ টাকার বিনিময়ে খুন করেছে নিজের স্কুলের প্রিন্সিপালকে। এজন্য কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ১০০০ টাকা দেয়। আর এই ব্যক্তির কছ থেকে টাকা নিয়ে খোদ 'সুপারি কিলার' এর ভূমিকায় অবতীর্ণ হয় ওই কিশোর পড়ুয়া।

জিজ্ঞাসাবাদে কী জানিয়েছিল কিশোর?

জিজ্ঞাসাবাদে কী জানিয়েছিল কিশোর?


প্রিন্সিপাল হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ যখন সন্দেহভাজন ওই ছাত্রকে জেরা করে, তখন সে জানিয়ে দেয়, ২০০০ হাজার টাকা তাকে তার মা নিয়ে আসতে বলেছিলেন। কিশোরের দবি, সংসার চালানোর জন্য ওই টাকা খুব দরকার হয়ে পড়েছিল। কারণ, কিশোরের মা ছিলেন খুব অসুস্থ।

পুলিশ কী জানতে পারে?

পুলিশ কী জানতে পারে?

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই কিশোরের স্কুলের প্রিন্সিপাল তার বাড়ির গৃহশিক্ষিকাও ছিলেন। আর একবার স্কুলে সকলের মাঝে কিশোরকে বকা ঝকাও করেন তিনি। এরপর থেকে 'বদলা' র সুযোগ খুঁজছিল ১২ বছরের কিশোর। এরপরই শিক্ষিকার বাড়ি গিয়ে তাঁকে খুন করে কিশোর।

কোন খাতে খরচ করেছে সে ১০০০ টাকা?

কোন খাতে খরচ করেছে সে ১০০০ টাকা?

পুলিশি তদন্ত বলছে, খুনের জন্য ১০০০ টাকা পেয়েই কিশোর একটি অভিজাত মল-এ গিয়ে , সেখানে বার্গার কেনে। সিসিটিভি ফুটেজে তাকে বার্গার খেতে দেখা গিয়েছে। এছাড়াও সেখানে ভিডিও গেম-ও খেলতে দেখা যায় কিশোরকে।

English summary
Minor spent Rs 1,000 he was ‘paid’ to kill teacher, says Probe of Mumbai Police.The boy is alleged to have stabbed his tuition teacher, who was also his school principal, at her home on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X