For Quick Alerts
For Daily Alerts
গুজরাতে নাবালকের হাতে ধর্ষিত নাবালিকা, কী করল পুলিশ
বছর ১৫-র কিশোরের হাতে ধর্ষিত হতে হল ১১ বছরের বালিকাকে। বৃহস্পতিবার গুজরাতের বানস কাঁথা জেলায় ঘটনাটি ঘটেছে বলে সামনে এসেছে। অভিযুক্ত নবম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্ত নিজে নাবালক। তাকে পুলিশ হেফাজতে নিয়েছে। বানস কাঁথার দন্ত তেহসিলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ আধিকারিক বিকে গোস্বামী জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ছেলে-মেয়ে দুজনেই প্রতিবেশী। বালিকাকে খেতের মধ্যে নিয়ে যায় কিশোর। শুকনো পাতা কুড়োনোর নাম করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।
ঘটনার পরে বালিকার অভিভাবক পুলিশে অভিযোগ জানালে পুলিশ ধর্ষণ ও নাবালকদের বিরুদ্ধে যৌন নির্যাতনমূলক পকসো আইনে মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে হেফাজতে নিলেও গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে।