For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন নির্যাতনের পরেও ভিডিও করার অভিযোগ! দৌসা মামলায় কংগ্রেস বিধায়ক পুত্রের ফাঁসির দাবি নাবালিকার

যৌন নির্যাতনের পরে ভিডিও করার অভিযোগ! দৌসা মামলায় কংগ্রেস বিধায়ক পুত্রের ফাঁসির দাবি নাবালিকার

  • |
Google Oneindia Bengali News

যৌন নির্যাতনে অভিযুক্ত কংগ্রেস বিধায়কের ছেলের ফাঁসির (hang) দাবি তুলল নাবালিকা (minor) নির্যাতিতা। রাজস্থানের (Rajasthan) দৌসায় (Dausa) বছর যোলোর ওই নাবালিকাকে কংগ্রেস বিধায়ক জোহরি লাল মিনার ছেলে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। এরপর শনিবার বিধায়ক পুত্র এবং আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

 অভিযুক্তদের ফাঁসির দাবি

অভিযুক্তদের ফাঁসির দাবি

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই নাবালিকা বলেছে, সে চায় অপরাধীদের ফাঁসি দেওয়া হোক। যদি এই ঘটনায় অভিযুক্তরা মুক্ত হয়ে যায়, তাহলে যে ঘটনা তারা তার (নাবালিকা নির্যাতিতা) সঙ্গে ঘটিয়েছে, সেই ঘটনা অন্যদের সঙ্গেও ঘটাতে পারে।

ঘটনার বর্ণনা

ঘটনার বর্ণনা

ঘটনার বর্ণনা দিতে গিয়ে নির্যাতিতা বলেছে ফেসবুকের মাধ্যমে অভিযুক্তদের একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, যার নাম বিবেক। সে তার (নির্যাতিতা) স্কুলের সহপাঠীর দাদা। সেই কংগ্রেস বিধায়ক জোহরী লাল মিনার ছেলে দীপক মিনার সঙ্গে পরিচয় করিয়ে দেয় বলে দাবি করেছে ওই নির্যাতিতা। এরপর অভিযুক্তরা তাকে একটি হোটেলে নিয়ে যায়, সেখানেই অবরাধ ঘটানো হয়। সেই সময় অভিযুক্তরা ভিডিও করে। পরে তা দিয়ে ব্ল্যাকমেলও করে।

 ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ওই নির্যাতিতার পরিবার অভিযোগ করেছে, ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১৫ লক্ষ টাকা এবং গয়না আদায় করা হয়েছে। যে টাকা বিয়ের জন্য রাখা ছিল। ওই পরিবার আরও অভিযোগ করেছে, পুলিশ ঘটনাটি ধামা চাপা দিতে চাইছে। নির্যাতিতার বাবা বলেছে, অভিযুক্তরা তাঁদের পরিবারকে হুমকি দিয়েছে। এছাড়াও টারা আদায় নিয়ে গত বছর মামলা দায়েরের পরে পুলিশ ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেছে। তিনি আরও বলেছেন, কোনও রেকর্ড ছাড়া যা কিছু নেওয়া হয়েছিল, তা ফেরতের আশ্বাসও দিয়েছিল তারা।
নির্যাতিতার বাবা বলেছেন, তাঁৎ মেয়ে পুরো ঘটনাটা জানিয়েছিল। কীভাবে গয়না অভিযুক্তদের হাতে দিতে হয়েছিল তাও জানিয়েছিল সে। এমন কী নির্যাতনের কথাও সে জানিয়েছিল।

যথাযথ তদন্ত না হওয়ার অভিযোগ

যথাযথ তদন্ত না হওয়ার অভিযোগ

সোমবার জাতীয় শিশু রক্ষা কমিশন এবং রাজ্য মহিলা কমিশনের সদস্যরা অভিযোগকারীর বাড়িতে যায়। জাতীয় শিশু রক্ষা কমিশনের তরফে পুলিশের যথাযথ তদন্ত না করার অভিযোগ করা হয়েছে। জাতীয় শিশু রক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, তারা নাবালিকার সঙ্গে কথা বলেছেন। পরিবারের অভিযোগ হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু তারা যখন তদন্তকারী অভিসারের সঙ্গে দেখা করতে চেয়েছেন, তিনি দেখা করেননি। অভিযোগ করেছেন জাতীয় শিশু রক্ষা কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগো।

পুলিশের অবস্থান

পুলিশের অবস্থান

জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, তারা ঘটনার তদন্ত করছেন। নির্যাতিতার বয়ান ১৬৪ ধারা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।

পিছনের রাজনীতি

পিছনের রাজনীতি

ঘটনায় বিধায়কের ছেলে যুক্ত থাকার অভিযোগ ওঠায় রাজনীতির কূটকচালি শুরু হয়ে গিয়েছে মরু রাজ্যে। রাজস্থানের বিজেপি নেতা জিতেন্দর গোথয়াল বলেছেন, প্রিয়ঙ্কা দান্ঘীর রাজস্থানে আসার জন্য তারা ট্রেনের টিকিটের বন্দোবস্ত করবেন। কংগ্রেস নেত্রী যাতে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি দেখতে পারেন, সেই জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছেন ওই নেতা। পাল্টা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য চাটার্ড বিমানের বন্দোবস্ত করবেন।

English summary
Minor claims hang of Congress MLA's son from Dausa Rajasthan for video of her after sexual abuse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X