
অগ্নিবীর প্রকল্পে মেয়েদের নিয়োগের র্যালি-পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য দিল প্রতিরক্ষা মন্ত্রক
অগ্নিবীর নিয়ে বিক্ষোভের মাঝেই এই প্রকল্প নিয়ে কড়া অবস্থান নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক ও ভারতীয় সেনা। ছেলেদের সঙ্গেই এবার মেয়েদের অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য দিল প্রতিরক্ষা মন্ত্রক৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ২০ থেকে ২৫ জুনের মধ্যে তিনবাহিনীতে অগ্নিবীর নিয়ে বিস্তারিত নির্দেশিকা আসতে চলছে৷ এই প্রকল্পে কবে কোথায় কোন র্যালির মাধ্যমে মেয়েদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাও জানানো হবে বিজ্ঞপ্তিতে৷

প্রস্তুতির জন্য ৪৫ থেকে ৬০ দিন সময় পাবেন আবেদনকারীরা!
রবিবার প্রতিরক্ষা আধিকারিকরা অগ্নিপথ মডেলের জন্য একটি পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন বলে জানা গিয়েছে৷ নতুন নিয়োগ প্রকল্পের অধীনে নিয়োগের বিস্তৃত সময়সূচী ঘোষণা করেছে সেনা। সামরিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী বলেছেন যে অগ্নিবীরদের জন্য গত কয়েকদিনে যে সহায়ক পদক্ষেপগুলি ঘোষণা করা হয়েছিল তা বিক্ষোভ এবং হিংসার কারণে তৈরি হওয়া চাপের কারণে ছিল না। লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি আরও জানিয়েছেন, স্থল-সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যুবকদের শারীরিক ফিটনেস পরীক্ষার জন্য প্রস্তুত হতে, শর্তাবলী বুঝতে ৪৫ থেকে ৬০ দিনের সময় দেওয়া হবে৷ যাতে তাঁরা সেনাতে যোগ দিতে প্রস্তুত হন৷

অগ্নিবীরে আবেদন করতে গেলে দিতে হবে মুচলেকা!
সঙ্গে তিনি আরও স্পষ্ট করেছেন, লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি বলেছেন যে যারা অগ্নিপথ বিরোধী হিংসায় জড়িত ছিলেন৷ আগুন লাগিয়ে ভাঙচুর চালিয়ে দেশের সম্পত্তি নষ্ট করেছেন তারা তারা তিন সেনার কোনটিতেই যোগ দিতে পারবেন না৷ কারণ আবেদনকারীদের অগ্নিবীরে নাম নথিভুক্ত করার আগে একটি পুলিশী যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই বিষয়টিতে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একইরকম পদ্ধত্তি নেওয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ পাশাপাশি পুরী জানিয়েছেন, আবেদনকারীদের একটি মুচলেকাও দিতে হবে যে তারা অগ্নিপথ বিরোধী হিংসাত্মক বিক্ষোভের অংশ ছিল না। অগ্নিসংযোগ ও হিংসার ঘটনায় তাদের কোনও অংশগ্রহণ নেই।

নৌবাহিনীতেও মহিলা অগ্নিবীর!
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, মহিলা অগ্নিবীরদের ভারতীয় নৌবাহিনীতেওপরিষেবায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে৷ ভাইস অ্যাডমিরাল (পারসোনেল) দীনেশ ত্রিপাঠি বলেছেন, নৌ সদর দফতর ২৫ জুনের মধ্যে নিয়োগের জন্য একটি বিস্তৃত নির্দেশিকা নিয়ে আসবে। চলতি বছরের ২১ নভেম্বর থেকে, প্রথম নৌ অগ্নিবীরদের প্রশিক্ষণ দিতে আইএনএস চিল্কা, ওড়িশায় পৌঁছাতে শুরু করবে। এর জন্য মহিলা এবং পুরুষ উভয় অগ্নিবীরদের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাইস অ্যাডমিরাল।
অগ্নিপথ নিয়ে প্রতিবাদে আতঙ্কে বিজেপি,বিহারের ১০ বিধায়কদের দেওয়া হল 'Y' ক্যাটাগরির নিরাপত্তা