For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রী–আধিকারিরা গাড়ি করেই দপ্তরে এলেন, ভোগান্তি পোহাতে হল সাধারণ কর্মীদের

মন্ত্রী–আধিকারিরা গাড়ি করেই দপ্তরে এলেন, ভোগান্তি পোহাতে হল সাধারণ কর্মীদের

Google Oneindia Bengali News

সোমবার সকাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রী ও আধিকারিকদের দপ্তরে আসতে দেখা গেল। দু’‌দিন আগেই প্রধানমন্ত্রী দেশের আর্থিক হাল ফেরাতে সব মন্ত্রী ও ভারপ্রাপ্ত আধিকারিকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে যে সব আধিকারিকরা সরকারি গাড়ি পান। করোনা ভাইরাসের সংক্রমণ দূর করতে গত একমাস ধরে বাড়ি বসে কাজের নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু শনিবার মোদী উদ্বেগ প্রকাশ করে বলেন, '‌জান ভি জাহান ভি (‌জীবন ও অর্থনীতি দুই গুরুত্বপূর্ণ)‌’। কারণ লকডাউনের কারণে দেশের অর্থনীতি প্রায়‌ তলানিতে ‌ঠেকেছে।

পরিবহন নেই সমস্যায় অন্য কর্মীরা

পরিবহন নেই সমস্যায় অন্য কর্মীরা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর, রাসায়নিক ও সারমন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া, আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেণ রিজু সহ দপ্তরে তাড়াতাড়ি আসা কিছু কর্মীদেরর সোমবার দেখা যায়। মন্ত্রী ও আমলা-আধিকারিক সহ তাঁদের কিছু সহায়ককারী কর্মীদেরও কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়। মন্ত্রীরা তাঁদের ৫০ শতাংশ কর্মীদের কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। সহায়ককারী কর্মীরা, যাঁদের সরকারি গাড়ি নেই, তাঁদের দপ্তরে আসতে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে। কারণ লকডাউনের সময় সব গণ পরিবহনই বন্ধ।

সব নিয়ম মেনে দপ্তরে প্রবেশ

সব নিয়ম মেনে দপ্তরে প্রবেশ

কিরেণ রিজু বলেন, ‘‌শুধুমাত্র শীর্ষ আধিকারিক ও যতটা কম প্রয়োজন ততটা সরকারি কর্মীরাই সোমবার দপ্তরে এসেছেন। কোভিড-১৯-এর সব নির্দেশিকা আমরা অনুসরণ করছি।'‌ মন্ত্রী ও সরকারি আধিকারিক-কর্মচারিদের তাপমাত্রা মেপে তারপরই মন্ত্রকে প্রবেশের অনুমতি মিলছে। গেটে সরকারি গাড়িগুলিকেও স্যানিটাইজড করা হচ্ছে। কিছু কিছু মন্ত্রী ও সচিব নিজেদের তাপমাত্রা পরীক্ষা করাননি।

মন্ত্রকের প্রয়োজনীয় কর্মীদের দপ্তরে আসার নির্দেশ

মন্ত্রকের প্রয়োজনীয় কর্মীদের দপ্তরে আসার নির্দেশ

যুগ্ম সচিব ও তারও ঊর্ধ্বতর আধিকারিকরা সরকারি গাড়ি পাচ্ছেন। এছাড়াও প্রয়োজনীয় কর্মীদেরও দপ্তরে আসা বাধ্যতামূলক। জুনিয়র কর্মীরা চক্রাকারে নিজেদের কাজ চালিয়ে যাবেন। প্রত্যেক মন্ত্রককে বলা হয়েছে লকডাউনের পরের পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরি করতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সব ধরনের পরিকল্পনা শুনতে প্রস্তুত কেন্দ্র। শনিবার মোদী ১৩ জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরই দেশে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেন। বৈঠক শেষে মোদী বলেন, ‘‌জান ভি জাহান ভি'‌।

করোনা লকডাউন : পিছিয়ে গেল ভারতে রাফায়েলের আগমন!করোনা লকডাউন : পিছিয়ে গেল ভারতে রাফায়েলের আগমন!

English summary
Along with the ministers and senior officials, their support staff too has been asked to join work. The ministers have been asked to work with 50 per cent of their staff. The support staff members, who do not have official vehicles and have no means of public transport, had to find their own ways to get to their offices.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X