
সারা দেশে শিশু নিখোঁজের হার উদ্বেগজনক! পশ্চিমবঙ্গ নিয়েও চাঞ্চল্যকর তথ্য স্মৃতি ইরানির
২০১৪ থেকে শুরু করে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ৩.১৮ লক্ষ শিশু নিখোংজ রয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশ শীর্ষে রয়েছে। সংখ্যাটা প্রায় ৫২ হাজারের মতো। লোকসভায় এমনটাই জানিয়েছেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৪-র ১ জানুয়ারি থেকে শুরু করে ২০১৯-এর ৪ ডিসেম্বর পর্যন্ত তথ্য দিয়েছেন মন্ত্রী।

লোকসভায় প্রশ্নের উত্তর দিচ্ছিলেন স্মৃতি ইরানি। তিনি বলেন, মধ্যপ্রদেশ থেকে সব থেকে বেশি শিশু নিখোঁজ হয়েছে। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। ৪৭৭৪৪ জন। পশ্চিমবঙ্গের পরেই রয়েছে গুজরাতের স্থান( ৪৩,৬৫৮)।
নিখোঁজ শিশুদের সম্পর্কে তথ্য ট্র্যাক চাইল্ড এবং খোয়া পায়া দেওয়া রয়েছে।
প্রসঙ্গত সারা ভারত থেকে যত সংখ্যক শিশু হারিয়ে যায়, তার বেশিরভাগেরই কোনও হদিশ পাওয়া যায় না। মন্ত্রীর দেওয়া তথ্য থেকেই তার প্রমাণিত। অনেকেই অভিযোগ করেন পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে না। এর আগে জাতীয় শিশু সুরক্ষা কমিশন প্রতিকারমূলক পদক্ষেপের সুপারিশ করেছে।