আজাদ, কপিল সিবলরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসুন, আটওয়ালের মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল
নেতৃত্বের পদ নিয়ে ক্রমশ দ্বন্দ্ব প্রকট হচ্ছে কংগ্রেসের অন্দরে। গান্ধী পরিবারের একাধিকপত্য মানতে নারাজ এক পক্ষ। আবার এক পক্ষ চরম অনুগত্য দেখিয়ে চলেছে গান্ধী পরিবারের প্রতি। একই নিয়ে কংগ্রেসেরই এক শ্রেণি যথেষ্ট ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ নেতা গুলাম নবি আজাদ ও কপিল সিবলদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দােনর আহ্বান জানালেন কেন্দ্রীয়মন্ত্রী রামদাস আটওয়ালে।

বিজেপিতে যোগ দিন গুলাম নবি আজাদ এবং কপিল সিবলরাদের উচিত কংগ্রেস ছেড়ে দেওয়া। তাঁরা এসে বিজেপিতে যোগদিন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যেমন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তেমনই করা উচিত কংগ্রেসের এই দুই প্রবীণ নেতার। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে।
গত কয়েকদিন ধরেই কংগ্রেসের নেতৃত্ব কে দেবেন এই নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। কংগ্রেস দলের প্রবীণ নেতাদের যোগ্য মর্যাদা দিচ্ছে না কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন তিনি। তাই কপিল সিবলদের বিজেপিতে যোগদানের অনুরোধ জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আটওয়ালে বলেছেন যে দল প্রবীণ নেতাদের সম্মান দিতে পারে না জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো তাঁদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত। বিজেপি যোগ্য নেতাদের মর্যাদা দিতে জানে। এখনও বিপুল অনেকদিন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে। সচিন পাইলটের উদাহরণ টেনে আটওয়ালে বলেন যেভাবে তিনি কোনও আপোস করেননি সেটাই করা উচিত কংগ্রেসের প্রবীণ নেতাদের । এমনই মন্তব্য করেছেন তিনি।