For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু মেয়েদের ছুঁলে হাত কেটে নেওয়ার হুমকি! প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্ত্রী

ফের বোমা ফাটালেন বিজেপির মন্ত্রী। হিন্দুত্ব তাসে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী অনন্ত হেগড়ের। তাঁর হুঁশিয়ারি, যদি কোনও হাত হিন্দু মেয়েকে ছোঁয়, তাহলে তা আর রাখার প্রয়োজন নেই।

Google Oneindia Bengali News

ফের বোমা ফাটালেন বিজেপির মন্ত্রী। হিন্দুত্ব তাসে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী অনন্ত হেগড়ের। তাঁর হুঁশিয়ারি, যদি কোনও হাত হিন্দু মেয়েকে ছোঁয়, তাহলে তা আর রাখার প্রয়োজন নেই। তা কেটে ফেলার নিদান দেন বিজেপি নেতা। আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয়মন্ত্রী, এবার হিন্দু মেয়েদের ইজ্জত নিয়ে বিস্ফোরণ ঘটালেন।

হিন্দু মেয়েদের নিয়ে হুঁশিয়ারি হেগড়ের

রবিবার কর্ণাটকের কোডাগু জেলায় এক অনুষ্ঠানে হেগড়ে বলেন, সমাজে কোন বিষয়টি আগে প্রয়োজন তা ভেবে দেখা দরকার। কোনও জাত বিচার করার আগে হিন্দু মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কোনও হিন্দু মেয়েকে যদি কোনও হিন্দু হাত ছোঁয়, তবে তা রাখার কোনও প্রয়োজন নেই।

সবরীমালায় কেরল সরকারকে ধর্ষণ-তোপ

সবরীমালায় কেরল সরকারকে ধর্ষণ-তোপ

গত ২ জানুয়ারি তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন, কেরলে সরকার যেভাবে সবরীমালা বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে, তা একপ্রকার প্রকাশ্য দিবালোকে হিন্দুদের ধর্ষণ। তারপর রবিবার এক জনসভায় হেগড়ে বলেন, তাজমল মুসলিমরা তৈরি করেননি। ইতিহাস যা বলে, তা একেবারে সত্যি নয়।

তাজমহলের নাম ছিল তেজো মহালয়া

তাজমহলের নাম ছিল তেজো মহালয়া

তাঁর কথায়, সম্রাট শাহজাহান তাঁর আত্মজীবনীতে লিখেছেন, তিনি ওই প্রাসাদ কিনেছিলেন রাজা জয় সিংহের কাছ থেকে। এটি ছিল শিবমন্দির। যা তৈরি করেছিলেন, রাজা পরমাতীর্থ। তখন এটির নাম ছিল তেজো মহালয়া। হিন্দুরা যদি ঘুমিয়ে থাকে তাহলে একদিন আমাদের সব বাড়িকেই মঞ্জিল বলা হবে।

[আরও পড়ুন;নির্বাচনের পর ১৯৭৭-এর ইন্দিরা গান্ধীর পরিস্থিতি হবে মমতার! দাবি পড়শি রাজ্যের প্রভাবশালী নেতার][আরও পড়ুন;নির্বাচনের পর ১৯৭৭-এর ইন্দিরা গান্ধীর পরিস্থিতি হবে মমতার! দাবি পড়শি রাজ্যের প্রভাবশালী নেতার]

একের পুর এক কটূ মন্তব্য

একের পুর এক কটূ মন্তব্য

গত বছর কর্ণাটকে দলিত বিক্ষোভ নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন হেগড়ে। তিনি ওই বিক্ষোভকে রাস্তার কুকুকের সঙ্গে তুলনা করেছিলেন। বিরোধীদের গুরু, বাঁদরের সঙ্গে তুলনা করেছিলেন। পাশাপাশি গতবছর তিনি মন্তব্য করেন, বিজেপি ক্ষমতায় এসেছে এদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দ মুছে ফেলার জন্য।

[আরও পড়ুন: একবিংশ শতাব্দী মানবতার পক্ষে সব থেকে খারাপ! কলকাতায় উদ্বেগ আমজাদ আলি খানের][আরও পড়ুন: একবিংশ শতাব্দী মানবতার পক্ষে সব থেকে খারাপ! কলকাতায় উদ্বেগ আমজাদ আলি খানের]

English summary
Minister Ananta Hegre comments to cut hands if anyone touches Hindu girl. He does controversial comments before,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X