For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সারদা'-র মতোই আরও এক দুর্নীতি! ৬০০ কোটি টাকা তছরুপ ও ঘুষের দায়ে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী

বেল্লারির 'মাইনিং ব্যারন' তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্ধন রেড্ডিকে ৬০০ কোটি টাকার দুর্নীতি ও ঘুষকাণ্ডের অভিযোগে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইমব্র্যাঞ্চ।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের বেল্লারির 'মাইনিং ব্যারন' তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্ধন রেড্ডিকে ৬০০ কোটি টাকার দুর্নীতি ও ঘুষকাণ্ডের অভিযোগে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইমব্র্যাঞ্চ। বেঙ্গালুরুতে আজ গ্রেফতার করা হয় তাঁকে। দক্ষিণের এই নামী শিল্পপতি বহুদিন ধরে গ্রেফতারি এড়াতে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিচ্ছিলেন বলেও সূত্রের দাবি। এদিকে, ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়, আর্থিক দুর্নীতি বিষয়ে জনার্ধন রেড্ডির বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ থাকায় এই গ্রেফতারি।

সারদা-র মতোই আরও এক দুর্নীতি! ৬০০ কোটি টাকা তছরুপে দায়ে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী

ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, যে পরিমাণ টাকা তছরুপের অভিযোগ রয়েছে, তা উদ্ধার করে বিনিয়োগকারীদের ফেরানোর ব্যবস্থা করা হবে। এদিকে, ধৃত জনার্ধন ও তাঁর শাগরেদ মেহফুজ খানকে আজই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য , ভুয়ো সংস্থার নামে টাকা তোলার অভিযোগের পাশাপাশি, অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গেও নাম জড়িয়েছে কর্ণাটকের এই প্রাক্তন মন্ত্রীর। এখানেই শেষ নয়, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে য়াতে বিপাকে পড়তে না হয়, তার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট অফিশিয়ালদের ঘুষ দেওয়ারও প্রস্তাব দেন জনার্দন , বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের নোটিস পেতেই গতকাল , বেঙ্গালুরুতে , ব্রাঞ্চের দফতরে পৌঁছন জনার্দন ও তাঁর আইনজীবী। তারপর সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই আজ জনার্দনকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় ক্রাইম ব্রাঞ্চ। সারদাকাণ্ডের মতেই জনার্দনের সংস্থা অ্যাম্বিডেন্ট বিনিয়োগকারীদের থেকে টাকা নিয়ে তার ৩০-৪০ শতাংশ প্রতিমাসে লাভের লোভ দেখায়। কিন্তু সেই টাকা ফেরত দিতে পারেনি সংস্থা। এরপরই জনার্দনের সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।

English summary
Former Karnataka minister and Ballari mining baron G Janardhana Reddy was on Sunday arrested by the Crime Branch officials in connection with an alleged bribery case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X