মঙ্গলেও আছে খনিজ বস্তু, খোঁজ মিলল মোদী রাজ্যের মন্দিরে
মঙ্গলেও আছে খনিজের উপস্থিতি। যা গুজরাতের কচ্ছের আশাপুরা মন্দিরে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। দেশ বিদেশের বহু বিজ্ঞানী এই বিষয়ির ওপর গবেষণা চালিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন ব্যাসল্ট দিয়ে তৈরি জারোসাইটের উপস্থিতি রয়েছে কচ্ছেই। যার ৭.২ মিলিয়ন বছর আগে জমা হয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, আইআইটি খড়গপুর, হায়দরাবাদের ন্যাশনাল জিওগ্রাফিকাল ইনস্টিটিউট সম্মিলিতভাবে বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে। নাসার বিজ্ঞানীরাও এই জায়গা পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে।
কচ্ছের এই জায়গায় বিজ্ঞানীরা মঙ্গলে জলের উপস্থিতি নিয়েও গবেষণা করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি মঙ্গলে পরিবেশগত পরিবর্তনি নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করবেন বলে জানা গিয়েছে।
কচ্ছ বিশ্ববিদ্যালয়ের জিওলজি ডিপার্টমেন্টের প্রধান মহেশ ঠক্কর জানিয়েছেন, নাসার ছয়জন বিজ্ঞানী ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন। তিনি বলেন, নাসার বিজ্ঞানীরাও জানিয়েছেন,
মঙ্গলে গিয়ে তোলা রোভারের ছবি আর কচ্ছের আশাপুরা মন্দিরে থাকা জেরোসাইট একই বস্তু।