For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে মদ বিক্রি বন্ধের পরে দুধ ও দুগ্ধজাত পন্যের বিক্রি বেড়েছে, দাবি নীতীশ কুমারের

শুধু দুধ নয়, দুগ্ধজাত নানা পন্যের বিক্রিও বিহারে অনেক বেড়ে গিয়েছে। পূর্ব চম্পারণ জেলায় এক অনুষ্ঠানে এসে নীতীশের দাবি রসগোল্লার বিক্রি ১৬.২৫ শতাংশ হারে বেড়েছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পাটনা, ১১ নভেম্বর : বিহারে বেশ কিছুমাস হল নিষিদ্ধ করা হয়েছে মদ বিক্রি ও কেনা। আর তার সুফল মিলেছে হাতেনাতে। এমনটাই মত সেরাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তিনি বৃহস্পতিবার জানিয়েছিলেন, মদ বিক্রি বন্ধের পরে রাজ্যে দুধের বিক্রি ১১ শতাংশ বেড়ে গিয়েছে। [পাটনা স্টেশনে ফ্রি 'ওয়াই-ফাই', চুটিয়ে চলছে পর্ন দেখা]

এদিন ফের একবার তিনি দাবি করেছেন যে শুধু দুধ নয়, দুগ্ধজাত নানা পন্যের বিক্রিও বিহারে অনেক বেড়ে গিয়েছে। পূর্ব চম্পারণ জেলায় এক অনুষ্ঠানে এসে নীতীশের দাবি রসগোল্লার বিক্রি ১৬.২৫ শতাংশ হারে বেড়েছে। এছাড়া পেড়া, পনির, দহি মাঠার মতো জনপ্রিয় খাবারও অনেক বেশি বিক্রি হচ্ছে। [খেতে না দিয়ে ফোনে কথা বলায় স্ত্রীকে খুন করল স্বামী!]

বিহারে মদ নিষিদ্ধের পর দুধ ও দুগ্ধজাত পন্যের বিক্রি বেড়েছে

'নিশ্চয় যাত্রা' নামে একটি মিছিল উপলক্ষ্যে বিহারের নানা জায়গায় জনসভা করছেন নীতীশ। এর উদ্দেশ্য, যে সাতটি কাজ সম্পাদন করার সিদ্ধান্ত সরকার নিয়েছে তা সম্পর্কে জনমত সংগ্রহ করা। সেগুলির মধ্যে অন্যতম হল - পানীয় জল, টয়লেট, রাস্তা ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবা নিশ্চিত করা। সেইজন্যই তিনি চম্পারণে গিয়েছিলেন। [বিহারে খালি গ্যাস সিলিন্ডারে ভরে পাচার হচ্ছে 'নিষিদ্ধ' মদ!]

এর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী বক্তব্য, মদ কেনা-বেচা বন্ধ করার পরে রাজ্যে সব ধরনের ফৌজদারী অপরাধের সংখ্যাতে ঘাটতি হয়েছে। ২০১৫ সালের ১ এপ্রিল থেকে ৩১ অক্টোবরের মধ্যে খুনের অপরাধ যত ছিল তার থেকে এবছরের একই সময় ধরলে তা কমেছে ৩৬ শতাংশ। এছাড়া বিশেষ করে গার্হস্থ্য হিংসা বা অপরাধের ক্ষেত্রে অনেকটা ঘাটতি হয়েছে বলে বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। [শুখা বিহারে 'তাড়ি' খাওয়ার পরামর্শ লালু যাদবের]

প্রসঙ্গত, বিহারে নীতীশ সরকার মদ কেনা-বেচা বন্ধ করে দেওয়ার পরে প্রতিবেশী ঝাড়খণ্ড, ছত্তিশগড় এমনকী বাংলাতেও সীমান্তবর্তী হোটেল ও লজগুলিতে মানুষ গিয়ে সপ্তাহান্তে পার্টি করে মদ খাওয়ার তৃষ্ণা মেটাচ্ছিল বলে এর আগে খবর রটেছিল।

English summary
Milk, Rasgulla, Paneer sale rises since liquor ban : Nitish Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X