মুম্বই–পুনে সেনার অধীনে লকডাউনে থাকবে, ভুয়ো খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
করোনা ভাইরাস বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে বাড়ছে ভুয়ো খবর ও গুজব। সরকারের পক্ষ থেকে সচেতন করার পরও তা কমছে না। সম্প্রতি তেমনি একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

ওই খবরের দাবি, মুম্বই এবং পুনেতে সেনার অধীনে লকডাউন জারি হবে। শনিবার থেকে গোটা মুম্বই ও পুনে ১০ দিনের জন্য সেনার অধীনে লকডাউনে থাকবে। এই দুই শহরের বাসিন্দাদের সবকিছু মজুত রাখতে বলা হয়েছে। এই দুই শহর সেনার অধীনে চলে যাবে। শুধুমাত্র দুধ ও ওষুধ পাওয়া যাবে। খবরে এও বলা হয়েছে যে মহারাষ্ট্র সরকার এ নিয়ে আলোচনায় বসেছে এবং যখন তখন লকডাউন ঘোষণা করতে পারে।
এটা একেবারেই ভুয়ো খবর। মহারাষ্ট্র সরকার ও সেনার পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে জানানো হয়েছে। সব প্রয়োজনীয় পণ্য মজুত থাকবে তাই অযথা বাসিন্দাদের আতঙ্কিত হতে নিষেধ করা হয়েছে। স্বাভাবিক লকডাউনের নির্দেশ পালন করতে বলা হয় সকলকে।

লাদাখ সীমান্তে রণসজ্জায় ভারত-চিন, সামরিক শক্তিতে কে কতটা বলীয়ান জেনে নিন