For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা হেলিকপ্টারের সঙ্গে এনডিআরএফ-এর বোট! মুম্বইয়ের কাছে আটকে পড়া ট্রেন থেকে উদ্ধার শতশত যাত্রী

মুম্বই থেকে প্রায় ১০০ কিমি দূরে বদলাপুরে জলে আটকে পড়া মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে উদ্ধার করা হল প্রায় ৭০০ যাত্রীকে।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই থেকে প্রায় ১০০ কিমি দূরে বদলাপুরে জলে আটকে পড়া মহালক্ষ্মী এক্সপ্রেস থেকে উদ্ধার করা হল প্রায় ৭০০ যাত্রীকে। আটকা পড়া যাত্রীদের উদ্ধারে
সেখানে পাঠানো হয়েছিল সেনাবাহিনীর দুটি এমআই সেভেন্টিন হেলিকপ্টার এবং এনডিআরএফ-এর ছটি বোটকে। প্রবল বৃষ্টির জেরে শুক্রবার রাত থেকে আটকে পড়েছিল এক্সপ্রেস ট্রেনটি।

রাত থেকেই ট্রেনে আটক যাত্রীদের পাঠানো ভিডিও ভাইরাল

শুক্রবার রাত থেকেই মহালক্ষ্মী এক্সপ্রেস আটকে পড়ে। সকাল হতেই যাত্রীরা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করেন। জল এতটাই বেশি ছিল যে যাত্রীদের বলতে শোনা যায় বাথরুমে জল ঢুকে গিয়েছে।

যাত্রীদের অভিযোগ

যাত্রীদের অভিযোগ

সেন্ট্রাল রেলওয়ের তরফে আরপিএফ এবং রেলকর্মীদের ওই ট্রেনে পৌঁছে সাহায্যের দাবি করা হলেও, যাত্রীদের দাবি ১৫ ঘন্টা ধরে সেখানে খাবার কিংবা জলের কোনও ব্যবস্থা ছিল না। আর সেখান থেকে যাওয়ারও কোনও উপায় ছিল না। কেননা ট্রেনটি চলে গিয়েছিল পাঁচ থেকে ছয় ফুট জলের তলায়।

সকাল থেকেই সক্রিয় রেল ও রাজ্য সরকার

সকাল থেকেই সক্রিয় রেল ও রাজ্য সরকার

সকালে ছবি ভাইরাল হতেই সক্রিয় হয়ে ওঠে সেন্ট্রাল রেলওয়ে এবং রাজ্য সরকার। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে পাঠানো হয়েছে এনডিআরএফ-এর একাধিক দলকে। ভারতীয় বায়ু সেনা এবং নৌসেনাকেও সেখানে পাঠানো হয় সেখানে। দিনের দ্বিতীয় ভাগে ট্রেনে থাকা নয় সন্তান সম্ভাবা মহিলা-সহ সব যাত্রীকেই উদ্ধার করা হয়।

সেন্ট্রাল রেলের তরফে যাত্রীদের কাছে বারবার অনুরোধ করা হয়েছিল, যাতে তাঁরা ট্রেন থেকে নেমে না পড়েন।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Military helicopters and NDRF boats rescues boat rescue hundreds from train stuck near Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X