For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে পুলিশ কর্তার সঙ্গে ধৃত জঙ্গিদের কোন গোপন ছক ছিল! তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

দুই জঙ্গির সঙ্গে একই গাড়িতে ভূস্বর্গ কাশ্মীরের ন্যাশনাল হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন উপত্যকার ডিএসপি পদাধিকারী কর্তা দবিন্দর সিং। আর সেখান থেকে দুই জঙ্গির সঙ্গে তাঁকে হাতেনাতে ধরেছে পুলিশ। আর সেই দুই জঙ্গিকে জেরা করে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে।

কোন ছকে এগিয়ে যাচ্ছিল জঙ্গিরা

কোন ছকে এগিয়ে যাচ্ছিল জঙ্গিরা

জানা গিয়েছে, দেশের একাধিক জায়গায় নাশকতার ছক ছিল জঙ্গিদের। পাঞ্জাব, চণ্ডিগড়, জম্মুতে বোমা বিস্ফোরণের মতো ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করছিল জঙ্গিরা। আর তাতে মদতদাতা হিসাবে কাজ করছিলেন দবিন্দর সিং। এমনটাই দাবি সূত্রের।

রাজধানী আক্রমণের ছক ছিল

রাজধানী আক্রমণের ছক ছিল


জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে আক্রমণের ছক ছিল দবিন্দরের সঙ্গে ধৃত দুই জঙ্গির। দিল্লিতে আরও জঙ্গিরা ওই দুই কাশ্মীরি জঙ্গির অপেক্ষায় ছিল। যার একসঙ্গে মিলে এই হামলার ছক কষছিল বলে খবর। প্রসঙ্গত, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে এই ঘটনা প্রকাশ্যে আসায় , স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন।

৬ জনের এআইএ দল তদন্তে

৬ জনের এআইএ দল তদন্তে

দবিন্দরের বিরুদ্ধে তদন্ত করতে এনআইয়ের ৬ সদস্যের একটি দল নেমেছে ময়দানে। এদিকে, দবিন্দরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, বেশ কিছু অস্ত্র শস্ত্র। উদ্ধরা হয়েছে একে ৪৭ এর মতো অস্ত্র। যারপর থেকে প্রশাসন জানিয়ে দিয়েছে, দবিন্দরকে জঙ্গি হিসাবেই দেখা হচ্ছে ।

 ১২ লাখের প্রস্তাব

১২ লাখের প্রস্তাব

জঙ্গিদের কাশ্মীর থেকে পাচার করতে দাবিন্দরকে ১২ লাখ টাকার প্রস্তাব দেয় জঙ্গি শিবির। একথা নিজের মুখেই তদন্তকারীদের সামনে জানিয়েছেন দাবিন্দর। অন্যদিকে, তদন্তকারীরা জানতে পেরেছে যে ,যে হিজবুল জঙ্গিদের নিয়ে দবিন্দর যাচ্ছিলেন তারা দিল্লির কোনও ঘনবসতি পূর্ণ এলাকায় আক্রমণ শানাতে চেয়েছিল। যে ঘটনা ঘিরে তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেতে চলেছে এনআইএ।

English summary
Militants captured with DSP Davinder Singh planning to attack Delhi .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X