বড় সাফল্য সেনার, কাশ্মীরে 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি জাকির মুসা এনকাউন্টারে নিকেশ
অন্যতম ওয়ান্টেড জঙ্গি, আল কায়েদার সাহায্যে নিজের জঙ্গি সংগঠন গড়ে তোলা জাকির মুসাকে অবশেষে এনকাউন্টারে নিকেশ করল সেনা-পুলিশের যৌথ দল। এদিন সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় মুসাকে নিকেশ করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় দাদসারা গ্রামে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেনার বিশেষ দল ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।
মুসা নিজের বাড়িতে এসেছে। এমনই খবর ছিল পুলিশের কাছে। তবে তাকে ধরার আগেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরই পুলিশ তাকে ধাওয়া করে। আত্মসমর্পণ করতে বললেও সে শোনেনি। পরে এনকাউন্টারে নিহত হয়।
মুসা হিজবুল মুজাহিদিন জঙ্গি দলে যোগ দেয় প্রথমে। সেটা ছিল ২০১৩ সালে। বুরহান ওয়ানি ২০১৬ সালে নিহত হওয়ার পর মুসা দলের দায়িত্ব নিলেও পরে সে আল কায়েদার সাহায্যে আনসার গাজওয়াত-ই-হিন্দ জঙ্গি দল তৈরি করে।