For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীর বেশেই চলতো জঙ্গি কার্যকলাপ, চাকরি থেকে বরখাস্ত হিজবুল প্রধানের ২ ছেলে সহ ১১ জন

সরকারি কর্মীর বেশেই চলতো জঙ্গি কার্যকলাপ, চাকরি থেকে বরখাস্ত হিজবুল প্রধানের ২ ছেলে সহ ১১ জন

  • |
Google Oneindia Bengali News

জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জম্মু-কাশ্মীরে চাকরি গেল হিজবুল প্রধানের ২ ছেলে সহ ১১ জনের। গোয়েন্দা সূত্রের খবর, জম্মু কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষেছিল তারা। এদিকে বর্তমানে হিজবুল মুজাহিদিনের প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন পাকিস্তান নিবাসী সৈয়দ সালাউদ্দিন। কিন্তু তার দুই ছেলেই এতদিন ভারতে সরকারি চাকরি বাগিয়ে বসেছিল।

সরকারি কর্মীর বেশেই চলতো জঙ্গি কার্যকলাপ, চাকরি থেকে বরখাস্ত হিজবুল প্রধানের ২ ছেলে সহ ১১ জন

কিছুদিন আগেই এনআইএ-র তদন্তে তাদের জঙ্গি যোগ স্পষ্ট হয়। সূত্রের খবর সালাউদ্দিনের ওই দুই ছেলে জঙ্গিদের সাহায্য করা জন্য টাকা তুলতো বিভিন্ন মাধ্যম থেকে। এরপরেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি কমিটির মাধ্যমে তদন্ত শুরু হয় ১১ জনের বিরুদ্ধে। অবশেষে নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত। তবে আগামীতে তাদের ঠিক কী পরিকল্পনা ছিল, বা অতীতে কোন কোন জঙ্গি নেতাদের সঙ্গে একযোগে তারা কাজ করেছিল তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সংবিধানের ৩১১(২)(সি) ধারা অনুযায়ী ওই ১১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্য তাদের বিরুদ্ধে ৮টি মামলা রজু করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ৯জন সরকারি চাকরিজীবীর মধ্যে ২ জন পুলিশ কনস্টেবেল রয়েছেন বলে জানা যাচ্ছে। তারাই জঙ্গি নিকেশের সময় পুলিশি অভিযানের যাবতীয় তথ্য পাকিস্তানে পাচার করত বলে অভিযোগ।

এছড়াও ৪ জন চাকরি করত জম্মু ও কাশ্মীরের শিক্ষা দফতরে, ১ জন শের ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে, ১ জন কৃষি বিভাগে, ১ জন স্কিল ডিপার্টমেন্ট, একজন বিদ্যুত্ বিভাগে ও ১ জন স্বাস্থ্য দফতরে কাজ করতেন বলে জানা গিয়েছে। এর মধ্যে ৪ জন অনন্তনাগ, ৩ জন বডগামে কর্মরত ছিলেন। বাকিরা শ্রীনগর, পুলওয়ামা, বারামুল্লা ও কুপওয়াড়ায় কর্মরত ছিলেন বলে খবর।

English summary
Militant activities disguised as government workers, 11 people including 2 sons of Hizbul chief lost their jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X