For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতচেষ্টাতেও বাড়ি ফেরা হল না! উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশ, দুর্ঘটনায় মৃত ৫ পরিযায়ী শ্রমিক

Google Oneindia Bengali News

সকালেই উত্তরপ্রদেশের অউরাইয়া জেলায় রাজস্থান থেকে বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। এরপরই আরও একটি দুর্ঘটনা খবর আসে যাতে মারা যান আরও পাঁচ পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর ও ছতরপুর সীমান্তে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশে যাচ্ছিল ট্রাকটি

পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশে যাচ্ছিল ট্রাকটি

জানা গিয়েছে, মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশে যাচ্ছিল ট্রাকটি। সেই সময় মধ্যপ্রদেশের সাগর ও ছতরপুর সীমান্তে রাস্তার উপর উলটে যায় পরিযায়ী শ্রমিক ভর্তি একটি ট্রাকটি। আর তাতেই ঘটে বিপত্তি। আহতদের সাগর জেলার বান্দা প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

তদন্তের নির্দেশ

তদন্তের নির্দেশ

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সাগর ও ছতরপুর জেলার প্রশাসনিক আধিকারিক ও পুলিশ। অবশ্য দুর্ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। লকডাউন ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই শ্রমিক শ্রেণী। কারোর সেভাবে কাজ নেই, আয় নেই, ঘরেও ফিরতে পারছেন না। টাকা না থাকায় ভিনরাজ্যে জীবনযাপন করাও দায় হয়ে যাচ্ছে।

লকডাউনের প্রথম দফা থেকেই এমন ছবি সামনে আসছে

লকডাউনের প্রথম দফা থেকেই এমন ছবি সামনে আসছে

লকডাউনের প্রথম দফা শুরু হওয়া থেকে রোজই এমন ছবি সামনে আসছে। টিভি স্ক্রিনে বা মোবাইলে উঠে আসছে শ্রমিকদের দুর্দশার কথা। একদিকে লাশ গুনছে করোনা, অন্যদিকে দুর্ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ট্রাক, অটোরিকশা, সাইকেল এমনকি পায়ে হেঁটেও যেতে হচ্ছে শ্রমিকদের।

একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের

একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের

কোথাও ডিহাইড্রেশনে মৃত্যু তো কোথাও শারীরিক অক্ষমতার জেরে । কোথাও আবার মালগাড়ির চাকায় পিষে বা ট্রাকের ধাক্কায়। অনেকেই আবার পথে অসুস্থ হয়ে পড়ছেন। ক্লান্তি ও পরিশ্রমের ফলে অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে। তারপর রয়েছে দুর্ঘটনা। গত কয়েক দিনে একের পর এক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে শ্রমিকদের।

English summary
migrant workers trying to return to uttar pradesh from maharashtra dies in madhya pradesh in an accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X