For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে খরচ করতে হচ্ছিল দ্বিগুণ টাকা! কর্ণাটক সরকার নিল ব্যবস্থা

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে খরচ করতে হচ্ছিল দ্বিগুণ টাকা! কর্ণাটক সরকার নিল ব্যবস্থা

Google Oneindia Bengali News

শনিবার সকাল থেকেই বেঙ্গালুরুর ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে প্রবল ভিড় লক্ষ্য করা যায়। অনেকের কাছেই ছিল না টাকা, অনেকের কাছেই ছিল না খাবার, তবুও সহায় সম্বলহীন মানুষগুলি শুক্রবার রাত থেকেই ঘরে ফেরার জন্য শহরের বৃহত্তম বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এরপর করু ছবি উঠে আসে।

দ্বিগুণ খরচ!

দ্বিগুণ খরচ!

কয়েকজন শ্রমিক বেঙ্গালুরু থেকে রায়চুরের দিকে যাচ্ছিলেন। স্বাভাবিক পরিস্থিতিতে এই রুটে ৫০০ থেকে ৬০০ টাকা টিকিটের দাম। তবে বেশ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন কর্ণাটকের সরকারি বাস পরিষেবা এই রুটে মাথা পিছু করোনা লকডাউনের মধ্যে ১০০০ থেকে ১৪০০ টাকা ভাড়া নিয়েছে। ফলে দেখা দেয় প্রবল অসন্তোষ।

 চাপে পড়ে সরকারের সিদ্ধান্ত বদল

চাপে পড়ে সরকারের সিদ্ধান্ত বদল

এদিকে, মন পরিস্থিতি হওয়ায় বারবার বিরোধীদের তোপের মুখে পড়েন কর্ণাটকের সরকার। এরপর রাতারাতি সিদ্ধান্ত বদল করে ইয়েদুরাপ্পা সরকার জানায় রবিবার থেকে বিনামূল্যে বাস যাত্রা হবে । কর্ণাটকের ভিতরেও চলবে আটকে পড়া মানুষদের ঘরে ফেরানোর জন্য বাস পরিষেবা। প্রতিটি বাসে ৩০ জন থাকবেন বলে জানানো হয়েছে।

 ওয়ান ডে ,ওয়ান ওয়ে

ওয়ান ডে ,ওয়ান ওয়ে

কর্ণাটক সরকার এদিন জানিয়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিক , আটকে পড়া পর্যটক, পড়ুয়াদের তীর্থযাত্রীদের ঘরে পৌঁছে দিতে কর্ণাটকের মধ্যেই বাস চলাচল করবে। তার জন্য বিশেষ পাসের বন্দোবস্তও করা হয়েছে। এই নিয়ম ৩ দিনের জন্য করা হয়েছে।

শ্রমিক ট্রেনে টাকা কেন লাগবে?

শ্রমিক ট্রেনে টাকা কেন লাগবে?

বিরোধীরা প্রশ্ন তুলেছে যে , দেশে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দিতে শ্রমিক ট্রেনের জন্য কেন টিকিট কাটতে হচ্ছে সহায়সম্বলহীনদের? এই নিয়ে প্রবল ক্ষোভ দানা বেঁধেছে। এদিকে, বেঙ্গালুরু থেকে এদিন প্রথম শ্রমিক ট্রেন পৌঁছয় ওড়িশার গন্তব্যে।

১৫ হাজার কোটি টাকা আয়ের সুযোগ, করোনা সংকটেও বিশাল 'অফার’ ভারতীয়দের কাছে১৫ হাজার কোটি টাকা আয়ের সুযোগ, করোনা সংকটেও বিশাল 'অফার’ ভারতীয়দের কাছে

English summary
Migrant workers hoping to leave Bengaluru forced to pay double , then Govt took this action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X