For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরছে লকডাউনের বিভীষিকা! বাড়ি ফেরার ট্রেনে উপচে পড়ছে ভিড়, বাড়ছে করোনা ছড়ানোর ভয়

Google Oneindia Bengali News

করোনা আবহে মহারাষ্ট্রের লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই আবহে মুম্বই হয় সেরাজ্যের বিভিন্ন জায়গায় লকডাউন জারি করা হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশগামী ট্রেনে উপচে পড়ছে ভিড়। উল্লেখ্য, ফের একবার লকডাউন বিভীষিকা থেকে বাঁচতে নিজেদের বাড়িতে ফিরছে পরিযায়ী শ্রমিকরা। বারাণসী, গোরক্ষপুর, প্রয়াগরাজে ফিরছে এই শ্রমিকরা। যাত্রী সংখ্যা বৃদ্ধির পর থেকে ট্রেনের সংখ্যাও বাড়িয়েছে ভারতীয় রেল। পশ্চিন ভারত থেকে উত্তর ভারত জুড়ে ৪৫ বিশেষ ট্রেনে ৮০ হাজার যাত্রী ভ্রমণ করেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ট্রেন যাত্রার জেরেই করোনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে রাজ্যপালদের সঙ্গে বৈঠকে মোদী

করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে রাজ্যপালদের সঙ্গে বৈঠকে মোদী

এদিকে করোনা পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে এবার রাজ্যপালদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নায়ডু৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে৷ ওই সূত্র থেকে জানা গিয়েছে যে আগামী ১৪ এপ্রিল ওই বৈঠক করা হবে৷ ভার্চুয়াল বৈঠকে দেশের সমস্ত রাজ্যের রাজ্যপালদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতি৷

পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে

পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে

গত বছর দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে৷ কেন্দ্রীয় সরকারের তরফেও রাজ্যপালদের নিয়েও একাধিক বৈঠক করা হয়েছে৷ সরকারি বিধিনিষেধ ও করোনার টিকার ছাড়পত্র দেওয়ার পর পরিস্থিতি অনেকটাই আয়ত্তের মধ্য়ে এসেছিল৷ কিন্তু পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে৷ করোনার সংক্রমণ ফের বৃদ্ধি পেতে শুরু করেছে৷ দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রান্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে৷

রাজ্যপালদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান মোদী

রাজ্যপালদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান মোদী

পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে দুইবার দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার তিনি রাজ্যপালদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান৷ সেই কারণেই ওই বৈঠক ডাকা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের ওই সূত্র থেকে জানা গিয়েছে৷

ভারতে করোনার সংক্রমণ দ্বিতীয় দফার ঝড়

ভারতে করোনার সংক্রমণ দ্বিতীয় দফার ঝড়

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভারতে করোনার সংক্রমণ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ার পর প্রধানমন্ত্রীর তরফে মুখ্যমন্ত্রীদের নিয়ে যে দু'টি ভার্চুয়াল বৈঠক করা হয়, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না৷ তাই রাজ্যপালদের বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় কী বলেন, সেই দিকে সকলের নজর থাকবে৷ কারণ, তিনি এখানে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিকবার সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন৷ তাই নতুন করে করোনা ইস্যুতে আবার কোনও বিবাদ তৈরি হয় কি না, এখন সেটাই দেখার৷

English summary
Migrant labourers return to Uttar Pradesh in packed trains over rising Covid cases in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X