For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মিগ দুর্ঘটনা, গোয়ালিয়রে ভেঙে পড়ল মিগ-২১ বিমান

ফের ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বিমান। মধ্য প্রদেশের গোয়ালিয়রে বায়ুসেনা ঘাঁটির কাছেই ভেঙে পড়ে মিগ-২১ বিমানটি। প্রশিক্ষণ চলার সময়ই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। পাইলটরা দুজনেই নিরাপদে রয়েছেন।

Google Oneindia Bengali News

ফের ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বিমান। মধ্য প্রদেশের গোয়ালিয়রে বায়ুসেনা ঘাঁটির কাছেই ভেঙে পড়ে মিগ-২১ বিমানটি। প্রশিক্ষণ চলার সময়ই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। পাইলটরা দুজনেই নিরাপদে রয়েছেন। বিমানের দুই পাইলটের মধ্যে একজন গ্রুপ ক্যাপ্টেন এবং অন্যজন স্কোয়ার্ডন লিডার বলে জানা গিয়েছে।

ফের মিগ দুর্ঘটনা, গোয়ালিয়রে ভেঙে পড়ল মিগ-২১ বিমান

প্রতিদিনের নির্ধারিত সময়েই প্রশিক্ষণ চলছিল। সকাল ১০টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার কারণ সন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। বিগ-২১ বিমানের দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে একাধিকবার এই বিমান ভেঙে পড়েছে দেশের বিভিন্ন জায়গায়। অনেক পাইলটেরও মৃত্যু হয়েছে। বায়ু সেনা প্রধানও মিগ-২১ বিমানের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য বায়ুসেনার আধুনিকীকরণে একাধিক অত্যাধুনিক বিমান কিনছে প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু এখনও পর্যন্ত মাগ-২১ বিমান বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

[ পাঞ্জাবের আকাশপথে পাকিস্তানি অস্ত্র বর্ষণ! চাঞ্চল্য়কর রিপোর্ট প্রকাশ্যে][ পাঞ্জাবের আকাশপথে পাকিস্তানি অস্ত্র বর্ষণ! চাঞ্চল্য়কর রিপোর্ট প্রকাশ্যে]

[শিয়রে ভোট! তদন্তের মুখে শরদ পাওয়ার, পিছনে পড়ল ইডি][শিয়রে ভোট! তদন্তের মুখে শরদ পাওয়ার, পিছনে পড়ল ইডি]

English summary
MiG-21crashes in Gwalior
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X