For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুন মাসেই বদলে যাবে বিমান যাত্রার বিধি! কোন নয়া নির্দেশ দিল শীর্ষ আদালত?

Google Oneindia Bengali News

প্রবাসী ভারতীয়দের ফেরানোর জন্য বিশেষ আন্তর্জাতিক বিমানে মাঝের আসন ফাঁকা রাখতে হবে বলে সোমবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার 'বন্দে ভারত' উড়ানে অন্য দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে।

প্রধান বিচারপতি এসএ বোবদে এয়ার ইন্ডিয়াকে যে প্রশ্ন করেন

প্রধান বিচারপতি এসএ বোবদে এয়ার ইন্ডিয়াকে যে প্রশ্ন করেন

প্রধান বিচারপতি এসএ বোবদে এয়ার ইন্ডিয়াকে এদিন বলেন, 'এটা সাধারণ বোধের ব্যাপার যে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিমানের বাইরে ছ'ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। তাহলে বিমানের ভিতরে কী হওয়া উচিত।'

শীর্ষ আদালতকে যা জানায় কেন্দ্র

শীর্ষ আদালতকে যা জানায় কেন্দ্র

এয়ার ইন্ডিয়া ও সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে টেস্ট করে কোয়ারান্টাইনে রাখা। আসনে ফাঁক রাখা নয়। সরকার জানিয়েছে, ১৬ জুন পর্যন্ত সব টিকিট বুক হয়ে গিয়েছে। এর উত্তরে সুপ্রিম কোর্ট জানাচ্ছে, ওই সময়ের পর থেকে যেন কাউকে মাঝের আসনে বসানো না হয়।

এদিন শুরু হয় বিমান চলাচল

এদিন শুরু হয় বিমান চলাচল

এদিকে দীর্ঘ ৬০ দিনের প্রতীক্ষার পর আজ থেকে দেশে চালু হল আন্তঃরাজ্য বিমান পরিষেবা। তাই বাড়ি ফিরতে সকাল থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় যাত্রীদের। বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে লাইন পড়ে যায় যাত্রীদের। কারণ এই টার্মিনাল থেকেই অন্তর্দেশীয় বিমানগুলি ছাড়ছে। তবে এরই মধ্যে যাত্রীদের ভেবাচেকা করে দিয়ে আগাম জানান না দিয়েই এদিন বাতিল করা হল একাধইক উড়ান।

দিল্লি বিমানবন্দরেই ৮২টি উড়ান বাতিল

দিল্লি বিমানবন্দরেই ৮২টি উড়ান বাতিল

এদিন শুধু শুধুমাত্র দিল্লি বিমানবন্দরেই ৮২টি উড়ান বাতিল করা হয়। তিন নম্বর টার্মিনালে থাকা যাত্রীদের মধ্যে এর জেরে ক্ষোভ দেখা যায়। তাদের দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের উড়ান বাতিলের খবর দেওয়া হয়নি। প্রায় একই চিত্র মুম্বই বিমানবন্দরেও।

<strong>শেষ মুহূর্তে বাতিল একাধিক উড়ান! দিল্লি-মুম্বই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন বিমান যাত্রীরা</strong>শেষ মুহূর্তে বাতিল একাধিক উড়ান! দিল্লি-মুম্বই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন বিমান যাত্রীরা

English summary
Middle Seats On Flights Must Be Vacant from June 6 said supreme court to Air India And center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X