For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনেই এল না পুরো ফল, মাঝরাতে মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাতে চিঠি কংগ্রেসের

রাত পর্যন্ত এই ধারনাই পাওয়া গিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচনের ফলের ট্রেন্ডিং-এ। কিন্তু, বিজেপি-র সবসময়ই দাবি তারা-ই এই রাজ্যে সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে যাবে।

Google Oneindia Bengali News

সকাল পেরিয়ে গভীর রাত। তার সত্ত্বেও সামনে আনা যায়নি মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের পুরো ফল। শুধুমাত্র গণনার ঝোঁক দেখে বোঝা গিয়েছে কংগ্রেস এই রাজ্যে বিজেপি-র সঙ্গে ঠারে-ঠারে টক্কর দিচ্ছে। এমনকী, চূড়ান্ত ফলে হয়তো বিজেপি-র থেকে তিন থেকে চারটি আসনেও এগিয়ে থাকার সম্ভাবনা রাহুল গান্ধীর দলের। রাত পর্যন্ত এই ধারনাই পাওয়া গিয়েছে মধ্যপ্রদেশের নির্বাচনের ফলের ট্রেন্ডিং-এ। কিন্তু, বিজেপি-র সবসময়ই দাবি তারা-ই এই রাজ্যে সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে যাবে। গভীররাত পর্যন্ত সেই দাবি থেকে সরেনি বিজেপি।

সামনেই এল না পুরো ফল, মাঝরাতে মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাতে চিঠি কংগ্রেসের সামনেই এল না পুরো ফল, মাঝরাতে মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাতে চিঠি কংগ্রেসের

এমন এক পরিস্থিতিতে গণনার ফলের উৎকন্ঠায় উত্তাপ বাড়িয়ে দিল কংগ্রেসের একটি চিঠি। আর এই চিঠি ঘিরেই রাত দশটার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি-র রাজ্য-রাজনীতি। যার আঁচ গিয়ে পড়ে দিল্লিতেও।

আসলে এই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় কংগ্রেসের লেটার হেডে লেখা কমলনাথের চিঠি-কে ঘিরে। এই চিঠির বয়ানে দেখা যায় কংগ্রেস নেতা কমলনাথ যিনি আবার মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি গভীররাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ-এর সময় চেয়েছেন। চিঠিতে কমলনাথ লিখেছেন যে মধ্যপ্রদেশের ভোটের ফলের যা ট্রেন্ড তাতে পরিষ্কার কংগ্রেস এইখানে সর্ববৃহৎ দল হিসাবে আত্মপ্রকাশ করছে। তাই তিনি আগে থেকেই সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়ে রাখতে চান।

কমল নাথ-এর চিঠির ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় বিতর্ক। ঘোর সমালোচনা করে বিজেপি। মধ্যপ্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক ভিডি শর্মা প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, 'এখনও পুরো ফল সামনে আসেনি। আসলে ওরা তাড়াহুড়ো করতে চাইছে। পুরো ফল না বের হওয়া পর্যন্ত ওদের অপেক্ষা করা উচিত। তবে, চূড়ান্ত ফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে।'

মধ্যপ্রদেশ রাজভবন সূত্রেও খবর মেলে যে এই রাজ্যের গণনার চূড়ান্ত ফল যতক্ষণ না নির্বাচন কমিশন জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কংগ্রেসকে অপেক্ষা করতে হবে। তার আগে সাক্ষাৎ-এর কোনও সময় রাজভবন থেকে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয় এই সূত্রে।

v

ভারতের রাজনৈতিক ইতিহাসে মিডনাইট ড্রামা-র শেষ নেই। ১৯৪৭ সালেও ভারতের স্বাধীনতা এসেছিল মাঝ-রাতে। এরপর দেশের রাজনীতিতে বহু উল্লেখযোগ্য ঘটনাই রাতের বেলায় হয়েছে। সাম্প্রতিক ঘটনাটি ছিল বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটের বদল। যেখানে রাতের মধ্যে আস্ত একটা সরকারই বদলে গিয়েছিল। এমনকী, পুশুখাদ্য কেলেঙ্কারি-তে জড়িয়ে যাওয়া লালুপ্রসাদ যাদবও মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে স্ত্রী রাবড়িদেবীকে রাতের অন্ধকারেই পরিবর্তিত মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। এখানেই শেষ নয় রাজনীতির সঙ্গে সঙ্গে গভীর রাতে জরুরি শুনানির জন্য সুপ্রিম কোর্টের দরজাও খুলতে হয়েছে। গত তিন-চার বছরে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। সেই তালিকায় মধ্যপ্রদেশের ঘটনাটা একটা সংযোজন হতে পারে। তবে, পুরোটাই নির্ভর করছে কংগ্রেসের উপরে। রাজভবন থেকে বার্তা পাওয়ার পর কি মধ্যপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব কি সংযমী হবে না রাজ্যপালের সাক্ষাৎ দাবি করে হুলস্থুল করবে? দ্বিতীয় ঘটনাটি ঘটলে তাহলে ভারতের 'মিড-নাইট পলিটিক্যাল ড্রামা'-য় একটি নতুন ঘটনা সংযোজিত হবে।

English summary
Congress seeks the appointment of the Governor of Madhyapradesh to put the demand of Government formation in the late night. BJP is criticising the Congress stand as said they should wait.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X