For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহিনবাগ চায় সিএএ নিয়ে কথা, অমিত শাহের মন্ত্রকের উত্তরে জল্পনা

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শাহিনবাগের আন্দোলনকারীরা অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। রবিবার তাদের সঙ্গে বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছিলেন আন্দোলনকারীরা।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে শাহিনবাগের আন্দোলনকারীরা অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। রবিবার তাদের সঙ্গে বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু শনিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রবিরা আন্দোলনকারীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের কোনও নির্দিষ্ট সূচি নেই।

রবিবার অমিত শাহের বাড়িতে বৈঠক, জানিয়েছিলেন আন্দোলনকারীরা

রবিবার অমিত শাহের বাড়িতে বৈঠক, জানিয়েছিলেন আন্দোলনকারীরা

শনিবার শাহিনবাগের আন্দোলনকারীদের একাংশ জানিয়েছিলেন. রবিবার তাঁরা অমিত শাহের বাড়িতে যাবেন। সিএএ এবং এনআরসি নিয়ে বৈঠক করবেন।

কোনও নির্দিষ্ট সূচি নেই, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক

কোনও নির্দিষ্ট সূচি নেই, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক

যদি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের বৈঠকের কোনও নির্দিষ্ট সূচি নেই।

অমিত শাহই দিয়েছিলেন দেখা করার প্রস্তাব

অমিত শাহই দিয়েছিলেন দেখা করার প্রস্তাব

দিন দুয়েক আগে দিল্লির এক অনুষ্ঠানে অমিত শাহ জানিয়েছিলেন, যদি সিএএ নিয়ে কারও কোনও সন্দেহ থাকে, তাহলে তাঁর অফিস থেকে সাক্ষাতের জন্য সময় নেওয়া সযেতে পারে। তিনি তিনদিনের মধ্যে তাদের সঙ্গে দেখা করবেন।

মধ্য ডিসেম্বর থেকে শাহিনবাগে আন্দোলন

মধ্য ডিসেম্বর থেকে শাহিনবাগে আন্দোলন

সংসদে সিএএ পাশ করানোর প্রায় পর থেকেই, মধ্য ডিসেম্বর থেকে বিক্ষোভকারীরা শাহিনবাগে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন তারা। শনিবার আন্দোলনকারীরা জানিয়েছিলেন, কোনও প্রতিনিধি দল নয়, তাদের সবাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।

English summary
MHA says there is no schedule of meeting between Amit Shah and Shaheen Bagh protesters on CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X