For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শরণার্থীদের নাগরিকত্ব দিতে নোটিশ কেন্দ্রের, ৫ রাজ্য থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আহ্বান

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে সিএএ (caa) নিয়ে সরগরম থাকলেও, এই রাজ্যে তার প্রয়োগ নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নোটিশ জারি করে বলা হয়েছে, আফগানিস্তান (afghanistan), পাকিস্তান(pakistan)

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে সিএএ (caa) নিয়ে সরগরম থাকলেও, এই রাজ্যে তার প্রয়োগ নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নোটিশ জারি করে বলা হয়েছে, আফগানিস্তান (afghanistan), পাকিস্তান(pakistan) এবং বাংলাদেশ(bangladesh) থেকে আগত বর্তমানে পাঁচ রাজ্যে বসবাসকারী অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্বের (indinan citizenship) জন্য আবেদন করতে।

কেন্দ্রের নোটিশ ৫ রাজ্যকে

কেন্দ্রের নোটিশ ৫ রাজ্যকে

শুক্রবার জারি করা কেন্দ্রের নোটিশে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা বর্তমানে গুজরাত, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পঞ্জাব- এই পাঁচ রাজ্যের ১৩ টি জেলায় বসবাসকারীরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ পাবেন। নির্দেশ জারির সঙ্গে সঙ্গে তা কার্যকর করতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে দেশের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ধারা বলে এই নোটিশ দেওয়া হয়েছে। সিটিজেনশিপ রুল ২০০৯-এর অধীনে আবেদনকারীরা অনলাইনেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
১৩ টি রাজ্যের মধ্যে রয়েছে গুজরাতের মরবি, রাজকোট, পাটান, ভদোদরা, ছত্তিশগড়ের দুর্গ, বালোদাবাজার, রাজস্থানের জালোর, উদয়পুর, পালি, বারমেঢ়, শিরোহী, হরিয়ানার ফরিদাবাদ এবং পঞ্জাবের জলন্ধর জেলা।

১৯৫৫-র নাগরিকত্ব আইনকে অনুসরণ

১৯৫৫-র নাগরিকত্ব আইনকে অনুসরণ

কেন্দ্রের নোটিশে বলা হয়েছে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সেকশন ১৬-র অধীনে এই নির্দেশ দেওয়া হচ্ছে। সেখানে সেকশন ৫-এ নাগরিকত্বের জন্য রেজিস্ট্রেশন এবং সেকশন ৬-এ নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া কথা বলা হয়েছে।

জেলাশাসক কিংবা স্বরাষ্ট্রসচিবরা আবেদন পরীক্ষা করবেন

জেলাশাসক কিংবা স্বরাষ্ট্রসচিবরা আবেদন পরীক্ষা করবেন

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, আবেদনপত্রগুলির পরীক্ষা করবেন সংশ্লিষ্ট জেলাশাসক কিংবা স্বরাষ্ট্রসচিবরা। পাশাপাশি এই আবেদন এবং সরকারের রিপোর্ট অনলাইনে কেন্দ্রের কাছে পাঠাতে হবে। এব্যাপারে অফিসে তাঁদেরকে আলাদা করে হাতে লেখা প্রমাণও রাখতে হবে। জেলাশাসক কিংবা স্বরাষ্ট্রসচিবরা এব্যাপারে আবেদনকারীদের নাগরিকত্বের জন্য সার্টিফিকেট দেবেন।

সিএএ-র ধারা

সিএএ-র ধারা

সিএএ-তে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা সেখানকাল সংখ্যালঘু এবং অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে। যাঁরা ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত এদেশে এসেছেন, সেই সমস্ত হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টানরা এই সুযোগ পাবেন। যদিও সিএএ-র অধীনেরে বিধিগুলি এখনও সরকার গঠন করতে পারেনি। তাই শুক্রবার যে আদেশ জারি করা হয়েছে, তা ২০১৯-এ সংসদে পাশ হওয়া নাগরিকত্ব আইনের সঙ্গে যুক্ত নয়।

মধ্যে মাত্র একটি দিন, তারপরেই ঢুকছে বর্ষা! পরবর্তী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরেমধ্যে মাত্র একটি দিন, তারপরেই ঢুকছে বর্ষা! পরবর্তী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
MHA issues notice to non muslims of five states coming from Afghanistanm pakistan, bangladesh for Indian Citizenship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X