কাশ্মীর কেমন আছে! ৫ অগাস্টের পর থেকে ৭৬৫ জন কেন গ্রেফতার হল, জানিয়ে দিল কেন্দ্র
কাশ্মীর কেমন আছে? কেমন আছেন সেখানের মানুষ? কেন শীতের আগমনেও সেভাবে শহর জুড়ে দেখা মিলছেনা কাশ্মীরি শাল বিক্রেতাদের? এমন সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। আর এই সমস্ত প্রশ্নের জবাব এবার এলো খোদ কেন্দ্রের তরফে। গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর কী কী ঘটেছে ভূস্বর্গে তার খতিয়ান দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক।

কাশ্মীরে কী কী ঘটেছে?
লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাশ্মীরে গত ৫ অগাস্টের পর থেকে একাধিক গ্রেফতারি ও পাছথর ছোঁড়ার ঘটনা ঘটে গিয়েছে। গ্রেফতারির সংখ্যা ও পাথর ছোঁড়ার ঘটনার সম্পূর্ণ পরিসংখ্যান দিয়ে কাশ্মীর পরিস্থিতি আরও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র।

কতজন গ্রেফতার কাশ্মীরে?
গত ৫ অগাস্টের পর থেকে কাশ্মীরে গ্রেফতার হয়েছেন ৭৬৫ জন। লোকসভায় এমনই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যারা গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে পাথর ছোঁড়ার ঘটনার অভিযোগ ছিল।

৫ অগাস্টের আগে কতজন গ্রেফতার?
পাথর ছোঁড়ার ঘটনায় গত ৫ অগাস্টের আগে গ্রেফতার হয়েছেন ৩৬১ জন। এই পরিসংখ্যান গত জানুায়ারি মাসের ১ তারিখ থেকে ৪ অগাস্টের মধ্যে। এই তথ্য উঠে এসেছে লোকসভায় পেশ করা স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে।

পাথর ছোঁড়ার কয়টি ঘটনা ঘটেছে?
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ৫ অগাস্টের পর থেকে গোটা কাশ্মীর জুড়ে প্রায় ১৯০ টি পাথর ছোঁড়ার মতো ঘটনা ঘটে যায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এটিও স্পষ্ট করা হয়েছে যে ৫ অগাস্টের পর থেকে কাশ্মীরে পাথর ছোঁড়ার ঘটনা অনেকটাই কমেছে। সরকারের আঁটোসাটো নীতিতে চলে প্রশাসেনর তরফে উত্যক্তকারীদের খুঁজে বার করে তাদের রুখে দিয়েছে প্রশাসন, বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

কাশ্মীরের স্কুলে কেমন পরিস্থিতি?
গত ৫ অগাস্টে দিল্লির বুক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন যে কাশ্মীর থেকে তুলে নেওয়া হবে ৩৭০ ধারা। এরপর উপত্যকায় বহুদিন বন্ধ ছিল স্কুল ,কলেজ। এরপর স্কুল খুলতেই স্কুলগুলিতে প্রাথমিকভাবে কম ছিল উপস্থিতির হার। তবে তা পরবর্তীকালে বেড়ে দাঁড়ায় ৯৯.৭ শতাংশে।