For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের প্রশাসনিক দপ্তরগুলিতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের ছবি লাগানোর নির্দেশ

দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সব দপ্তরে লাগানোর নির্দেশ দিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রক।

Google Oneindia Bengali News

দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ছবি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সব দপ্তরে লাগানোর নির্দেশ দিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার প্রকাশ হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, বল্লভভাই প্যাটেলের বার্তা '‌আমরা সর্বদা দেশের সুরক্ষা এবং ঐক্য অক্ষত রাখব’,‌ ছবির সঙ্গে তাও রাখা থাকবে।

দেশের প্রশাসনিক দপ্তরগুলিতে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের ছবি লাগানোর নির্দেশ


এর পাশাপাশি সর্দার প্যাটেলের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবসও পালন করা হবে। প্রত্যেক বছর ৩১ অক্টোবর এই রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা সমস্ত রাজ্য পুলিশের প্রধানকে এক চিঠির মধ্য দিয়ে জানিয়েছেন, এ বছর রাষ্ট্রীয় একতা দিবস পালনের এক তাৎপর্য র‌য়েছে। জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার ফলে এটি এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে যুক্ত হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, '‌এই উপলক্ষ্যে, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেলের ঐতিহাসিক অবদানকে স্মরণে রেখে, ভারতীয় পুলিশের ভিত্তি স্থাপন করতে হবে। শুধু তাই নয়, তাঁর দেখানো পথই হবে প্রশাসনের দিকনির্দেশ। তাই সর্দার প্যাটেলের ছবি এবং তাঁর বার্তা সব পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অফিসে টাঙানো বাধ্যতামূলক। যাতে দেশের মানুষ এবং পুলিশরা অনুপ্রেরণা পায়।’‌

স্বরাষ্ট্রসচিব আরও জানান যে, ৩১ অক্টোবর জাতীয় ঐক্য দিবস পালনের মধ্য দিয়ে দেশের নিরাপত্তা, একতা এবং অখণ্ডতার প্রতি জোরদার প্রতিশ্রুতি দিতে হবে। অজয় কুমার ভাল্লা জানিয়েছেন, রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান হবে। এই প্রথমবার এই অনুষ্ঠানে দেশের পুলিশ বাহিনী কুচকাওয়াজে অংশ নেবে। গোটা অনুষ্ঠানটি হবে স্ট্যাচু অফ ইউনিটিতে। এখানেই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি হবে বলে জানা গিয়েছে। সর্দার প্যাটেল জাতীয় একতা পুরস্কারও দেওয়া হবে এই অনুষ্ঠানে। যে সব ভারতীয় অক্লান্ত ও নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গিয়েছেন তাঁদেরই এই সম্মান দেওয়া হবে।

ইমরানের সংকট ঘনীভূত হবে আরও! পাকিস্তানের কাছে FATF ইস্যুতে বড় 'দুঃসংবাদ'-আসার সম্ভাবনাইমরানের সংকট ঘনীভূত হবে আরও! পাকিস্তানের কাছে FATF ইস্যুতে বড় 'দুঃসংবাদ'-আসার সম্ভাবনা

English summary
that this year''s celebration of National Unity Day has a special significance as it marks the completion of the task of making Jammu and Kashmir and Ladakh an integral part of India by abrogating Article 370
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X