For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UAPA ধারায় আরও এক সংগঠনকে নিষিদ্ধ করল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক! জঙ্গি তকমা কাশ্মীর থেকে পলাতক একজনকে

UAPA ধারায় আরও এক সংগঠনকে নিষিদ্ধ করল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক! একজনকে জঙ্গি ঘোষণা

  • |
Google Oneindia Bengali News

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইউএপিএ ধারার অধীনে জৈশ-ই-মহম্মদের শাখা হিসেবে পরিচিত এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে লিপ্ত জৈশ। একদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্টকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।

UAPA ধারায় আরও এক সংগঠনকে নিষিদ্ধ করল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক! জঙ্গি তকমা কাশ্মীর থেকে পলাতক একজনকে

স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-এ আত্মপ্রকাশ করে পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট। যারা জঙ্গি সংগঠন জৈশের হয়েই কাজ করত। অনেক আগেই অবশ্য জৈশ-ই-মহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত। ইউএপিএ ধারায় ফার্স্ট সিডিউলের ছয় নম্বরে নাম রয়েছে জৈশের। স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জৈশ ভারতের নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা, জম্মু ও কাশ্মীরে কাজ করা সরকারি কর্মীদের হুমকি দিয়ে আসছে। এছাড়াও এই সংগঠন অন্য সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে হিংসা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত রয়েছে। এছাড়াও তারা শারীরিকভাবে এবং সোশ্যাল মিডিয়াতেও ষড়যন্ত্রে লিপ্ত।

এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে আরবাজ মীর নামে এক ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এই ব্যক্তি বর্তমানে পাকিস্তানে রয়েছেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলার গুফবাল গ্রামের মঞ্জুর আহমেদ মীরের ছেলে আরবাজ মীর। সীমান্তের ওপার থেকেই এই ব্যক্তি ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত।

ইউএপিএ-র চতুর্থ তফশিলের অধীনে তাকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়েছে। চতুর্থ তপশিলে তার ক্রমনম্বর হল ৫১। গত বছরের মে মাসে কুলগাঁওতে এক স্কুল শিক্ষক রজনী বালার টার্গেট কিলিংয়ে প্রধান অভিযুক্ত এই ব্যক্তি। প্রসঙ্গ ২০২২-এর ৩১ মে রজনী বালাতে কুলগাঁও জেলার গোপালপোড়ার সরকারি হাইস্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়। এই ব্যক্তি কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কাজ, অবৈধ অস্ত্র, গোলাবারুদ পৌঁছে দেওয়ার মাধ্যমে সন্ত্রাসবাদীদের সমর্থন করে যাচ্ছেন।

নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়, আত্মসমর্পণ করলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্রনয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়, আত্মসমর্পণ করলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্র

English summary
MHA bans Paople's Anti Facist Front and designates Arbaz Mir as terrorist Under UAPA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X