'মি টু' ঘিরে '১৮ -এ কীভাবে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া!পরিসংখ্যানে জবাব দিল ইনস্টাগ্রাম
'মি টু' মুভমেন্ট ঘিরে রীতিমত তোলপাড় হয়েছে বলিউড। ২০১৮ সালের শুরুতে এই 'মুভমেন্টের' ঝড়ে নড়েচড়ে বসে হলিউড। আর তারপরই বছরের শেষের দিকে বলিউডে জোরদারভাবে আছড়ে পড়ে 'মিটু মুভমেন্ট'। যৌন হেনস্থার অভিযোগে ফের নানা পাটেকরের বিরুদ্ধে তোপ দেগে অভিনেত্রী তনুশ্রী দত্ত এই মুভমেন্টকে আরও বেগ দেন। আর সেই 'মি টু' নিয়েই চমকপ্রদ পরিসংখ্যান প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া সাইট ইন্সটাগ্রাম।

উল্লেখ্য,মহিলাদের ওপর যৌন হেনস্থা ও নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে , সেই পোস্ট-এ 'মি টু' হ্য়াশট্যাগ দেওয়ার রীতি চালু হয় এই মুভমেন্টের অঙ্গ হিসাবে। আর এইভাবে ২০১৮ সালে ইনস্টাগ্রামের অ্যাডভোকেসি হ্যাশট্যাগ হিসাবে 'মি টু' ব্যবহৃত হয় ১.৫ বার। যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা।
[আরও পড়ুন:ফেসবুক-গুগলের একাধিক প্রযুক্তিগত সুবিধা বন্ধ হয়েছে ২০১৮-এ ! দেখে নিন তালিকা]
উল্লেখ্য, ইস্টাগ্রামের তরফে 'ইনস্টাগ্রাম ইয়ার ইন রিভিউ ২০১৮' এর রিপোর্টে উঠে আসেছে আরও বেশ কিছু চমকপ্রদ তথ্য। 'মি টু' ছাড়াও হ্যাশট্যাগ টাইমস আপ, হ্যাশট্যাগ লাভ, হ্যাশট্যাগ লাভ কোটস, হ্য়াশট্যাগ ফোর্টনাইটও খুব চলেছে ২০১৮ সালে। এমনই তথ্য প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।