For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌চিকিৎসক সেজে মানসিক অসুস্থ এক ব্যক্তি রোগীদের ওষুধ লিখে দিলেন, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার এক হাসপাতালে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে দেখা গেল রোগীকে ওষুধ প্রেসক্রাইব করতে। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানা আগেই তিনি প্রায় ১২ জনের বেশি রোগীকে ওষুধ প্রেসক্রাইব করেছেন।

‌চিকিৎসক সেজে মানসিক অসুস্থ এক ব্যক্তি রোগীদের ওষুধ লিখে দিলেন


জানা গিয়েছে, ওই ব্যক্তি ডাঃ হিমাংশু বোথামের চেম্বার দখল করে বসেন। সেই সময় তিনি চেম্বারে ছিলেন না। রোগীদের বিশ্বাস পাওয়ার জন্য তিনি চিকিৎসক সেজেই বসেননি রোরীদের ওষুধও লিখে দিয়েছেন তিনি। কিন্তু ওই ব্যক্তির চালাকি ধরা পরে যায় হাসপাতালের ওষুধের দোকানের কর্মীর কাছে। ওই কর্মী দেখেন যে প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলি দোকানে উপলব্ধ নয় এবং তা রোগীর জন্য তা দরকারি নয়। ওষুধ দোকানের কর্মী অনুপ শুক্লা এ বিষয়ে জানার জন্য চিকিৎসকের চেম্বারে যান এবং দেখেন যে এক প্রতারক ওই প্রেসক্রিপশন লিখছে।

এরপরই জানা যায় যে ওই ব্যক্তি চিকিৎসক নন, এরপরই তাঁকে ডাক্তারের চেম্বার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং উপস্থিত রোগীদের এ বিষয়ে সচেতন করা হয়। যদিও যে ব্যক্তি চিকিৎসক বলে দাবি করেন নিজেকে তিনি জানিয়েছেন যে তিনি দিল্লির মর্যাদাপূর্ণ এইমসে কাজ করেছেন এবং অসুস্থ রোগীদের সহায়তার জন্য তিনি যা করার তাই করেছেন।

English summary
Mentally Unsound Man Poses as Doctor Prescribes Medicines to Patients
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X