For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋতুচক্রের সময় মহিলাদের মন্দিরে যাওয়া উচিৎ না, শরীর তখন অশুদ্ধ থাকে, বললেন কংগ্রেস নেতা

ফের একবার মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে কেরলের কংগ্রেস নেতা এমএম হাসান। ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ঋতুচক্রের সময় মহিলাদের পুজো দেওয়া উচিৎ না, শরীর অশুদ্ধ থাকে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ মার্চ : ফের একবার মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে কেরলের কংগ্রেস নেতা এমএম হাসান। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঋতুচক্রের সময় মহিলাদের পুজো দেওয়া নিয়ে মন্তব্য করেন তিনি।

হাসান বলেন, "ঋতুচক্র অপবিত্র ও অশুদ্ধ করে, এই সময় মহিলাদের কখনওই মন্দিরে প্রবেশ করা উচিৎ নয়। এর পিছনে অবশ্য়ই বৈজ্ঞানিক যুক্ত রয়েছে। এর অন্য কোনও ব্যাখ্যা না করাই উচিৎ।"

ঋতুচক্রের সময় মহিলাদের মন্দিরে যাওয়া উচিৎ না, শরীর তখন অশুদ্ধ থাকে, বললেন কংগ্রেস নেতা

এখানেই শেষ না করে ওই কংগ্রেস নেতা বলেন, "মুসলিম মহিলারা ঋতুক্রের সময় উপোশ করেননা। আমার মতে যখন মহিলাদের শরীর অশুদ্ধ থাকে তখন তাদের মন্দির, মসজিদ বা চার্চে যাওয়া উচিৎ নয়।" তরুণ ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

হাসানের এই মন্তব্যে ক্ষুব্ধ ছাত্রীদের মধ্যে একজন হাসানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে পাল্টা প্রশ্ন করেন, "যদি রক্ত আপনার কাছে অশুদ্ধ শরীরের প্রতীক হয়, তাহলে আপনি আমি এবং অন্যান্যরা সবাই অপবিত্র বা অশুদ্ধ নই?" যদিও সরাসরি কোনও উত্তর না দিয়ে হাসান নিজের দৃষ্টিভঙ্গিই বারবার আওড়াতে থাকেন।

হাসানের এই মন্তব্য কংগ্রেসের অন্দরেই সমালোচিত হয়েছে। বিরোধীরাও এই মন্তব্য কড়া নিন্দা করেছে।

English summary
Menstruating women must not enter places of worship, their body is impure: Kerala Congress leader MM Hassan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X