For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনে আগে ধাক্কা! দল ছাড়লেন বিজেপি সাংসদ

দল ছাড়লেন উত্তরপ্রদেশের বহারাইচের বিজেপি সাংসদ সাবিত্রী ভাই ফুলে। এই সাংসদ বিতর্কিত মন্তব্যের জন্য বিশেষভাবে পরিচিত। দলত্যাগ করার সময় কটাক্ষও করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

দল ছাড়লেন উত্তরপ্রদেশের বহারাইচের বিজেপি সাংসদ সাবিত্রী ভাই ফুলে। এই সাংসদ বিতর্কিত মন্তব্যের জন্য বিশেষভাবে পরিচিত। দলত্যাগ করার
সময় কটাক্ষও করেন তিনি। পদত্যাগী এই সাংসদ বলেন, উন্নয়নের জন্য টাকা খরচ না করে তা খরচ করা হচ্ছে স্ট্যাচু তৈরি করতে। বেশ কিছু দিন ধরেই দলের
প্রতি বিরূপ ছিলেন এই সাংসদ।

লোকসভা নির্বাচনে আগে ধাক্কা! দল ছাড়লেন বিজেপি সাংসদ

সাবিত্রী ভাই ফুলের অভিযোগ, সমাজে বিভাজনের চেষ্টা করছে বিজেপি। তিনি দলিতদের জন্য কাজ করেন, সমাজের কাজ করেন। নিজের সম্পর্কে এমনটাই বলেছেন এই সাংসদ। দলিতদের সংরক্ষণের জন্য বিজেপি কিছুই করেনি বলে অভিযোগ করেন তিনি।

লোকসভা নির্বাচনে আগে ধাক্কা! দল ছাড়লেন বিজেপি সাংসদ

মঙ্গলবার সাবিত্রী ভাই ফুলে বলেছিলেন, হনুমান দলিত ছিলেন এবং মনুবাদী মানুষদের দাস ছিলেন। দিন কয়েক আগে একই মন্তব্য করে বিতর্ক তুলেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সাংসদের অভিযোগ যোগী সব কিছু করছেন রামের জন্য।

জাতীয় আইনসভায় উত্তর প্রদেশ থেকে নির্বাচিত এই সদস্য বছরের শুরুর দিকে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন। দলিতদের সঙ্গে অবিচার করা হচ্ছে
বলে মন্তব্য করেছিলেন বলে সূত্রের খবর। দলিতদের বাড়িতে গিয়ে থাকা-খাওয়ার বিজেপি নেতৃত্বের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তিনি।

English summary
Member of Parliament from UP Savitri Bai Phule Quits BJP: "Party Trying To Divide Society"
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X