For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হ্যাপিনেস ক্লাসে মেলানিয়া, খুশি কেজরিওয়াল, আমন্ত্রিত নয় আপ সরকার

‌হ্যাপিনেস ক্লাসে মেলানিয়া, খুশি কেজরিওয়াল, আমন্ত্রিত নয় আপ সরকার

Google Oneindia Bengali News

দিল্লির একটি স্কুলে '‌হ্যাপিনেস ক্লাস’‌ দেখতে মঙ্গলবার হাজির হয়েছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এটা শোনার পর তিনি খুব খুশি হয়েছেন বলেই জানিয়েছেন।

মেলানিয়া ট্রাম্প যোগ দেবেন ‘‌হ্যাপিনেস ক্লাস’‌–এ

মেলানিয়া ট্রাম্প যোগ দেবেন ‘‌হ্যাপিনেস ক্লাস’‌–এ

কেজরিওয়াল টুইট করে বলেন, ‘‌@‌ফ্লোটাস আমাদের স্কুল আজ হ্যাপিনেস ক্লাসে অংশ নেবে। দারুণ দিন আমাদের শিক্ষিকা, পড়ুয়া ও দিল্লিবাসীর জন্য। বহু শতাব্দী ধরে ভারত বিশ্বকে আধ্যাত্মিকতার শিক্ষা দিয়েছে। তিনি আমাদের স্কুলে আনন্দের চিত্রটি ফিরিয়ে আনবেন বলে আমি খুশি।'‌ মঙ্গলবার মেলানিয়া ট্রাম্প মোতি বাগের একটি সরকার স্কুলে ‘‌হ্যাপিনেস ক্লাস'‌-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যাবেন। এই কার্যক্রমটি দিল্লি সরকারই স্কুলে বাস্তবায়িত করেছে। শিশুদের সঙ্গে দেখা করার পর মেলানিয়া দিল্লি সরকারের এই ‘‌হ্যাপিনেস ক্লাস'‌-এ যোগ দেবেন। এই অনুষ্ঠানের অন্তর্গত পড়ুয়াদের প্রাণায়াম, রাস্তায় খেলাধূলা, শিশুদের মন থেকে অযথা ভাবনা ও চাপ দূর করার জন্য প্রাথমিক কিছু জিনিস শেখানো হয়।

আমন্ত্রিত নন কেজরিওয়াল–সিসোদিয়া

আমন্ত্রিত নন কেজরিওয়াল–সিসোদিয়া

সূত্রের খবর, দক্ষিণ দিল্লির ওই স্কুলে মেলানিয়া ট্রাম্প দুপুরের দিকে আসবেন এবং একঘণ্টা সময় কাটাবেন। তিনি একাই স্কুলে যাবেন বলে জানা গিয়েছে। যদিও এর আগে ঠিক ছিল যে স্কুলে অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া মার্কিন ফার্স্ট লেডিকে স্বাগত জানাবেন এবং ‘‌হ্যাপিনেস ক্লাস'‌ সম্পর্কে বিস্তারিত বলবেন। যদিও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে শহরের প্রশাসনের সঙ্গো যোগাযোগ করা হয় শনিবার এবং দূতাবাসের দেওয়া আমন্ত্রিতদের তালিকায় কেজরিওয়াল ও সিসোদিয়ার নাম নেই।

ক্ষুব্ধ আপ

ক্ষুব্ধ আপ

তালিকা থেকে দুই নেতার নাম বাদ পড়ায় ক্ষুব্ধ আম আদমি পার্টি (‌আপ)‌ জানিয়েছে যে এটা সরকারি নিয়ম ও রীতিঁনীতির মধ্যে পড়ছে যে রাজ্যে কোনও বিদেশি নেতা এলে সেখানে রাষ্ট্রীয় নেতাদের থাকতে হয়। আপ অভিযোগ তুলে জানিয়েছেন যে কেজরিওয়াল ও সিসোদিয়ার নাম বাদ দেওয়ার পেছনে বিজেপি শাসিত কেন্দ্রের হাত রয়েছে। যদিও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেলানিয়া ট্রাম্পের স্কুল পরিদর্শনের সময় কেজরিওয়াল ও সিসোদিয়া উপস্থিত থাকলে তাতে কোনও আপত্তি নেই। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া তথা রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তিনি ভেবেছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে স্কুলে আসবেন কিন্তু মার্কিন দূতাবাসের আদেশকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ও তাঁদের আপ দল।

English summary
According to the sources, Melania Trump will reach the school in south Delhi around noon and spend over an hour there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X