For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুলতানি মাটি প্যাকের চিকিৎসা জানতে চান মেলানিয়া, তাজ দর্শনে ফার্স্ট লেডির প্রশ্ন গাইডকে

মুলতানি মাটি প্যাকের চিকিৎসা জানতে চান মেলানিয়া, তাজ দর্শনে ফার্স্ট লেডির প্রশ্ন গাইডকে

Google Oneindia Bengali News

সোমবার আগ্রার তাজমহল দর্শন করে মুগ্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ১৭ শতকের তাজমহলের স্থাপত্য মহিমা ও মুঘল সম্রাট শাহজাহানের এই স্মৃতিশৌধ নির্মাণের নেপথ্যে যে কাহিনী রয়েছে তা শুনে মোহিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের তাজ সফরের গাইড।

নীতিন কুমারের গাইডে তাজ দর্শন ট্রাম্পের

নীতিন কুমারের গাইডে তাজ দর্শন ট্রাম্পের

আগ্রার গাইড নীতিন কুমার জানিয়েছেন মার্বেলের ওপর এই আশ্চর্য কীর্তি দেখে মার্কিন প্রেসিডেন্ট প্রথমেই যে শব্দটি বলেন তা হল ‘‌অবিশ্বাস্য'‌। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাঁদের ৩৬ ঘণ্টা দীর্ঘ সফরের পর দ্বিতীয় গন্তব্যই ছিল আগ্রার জনপ্রিয় তাজ দর্শন, মুঘল যুগের সমাধি যা প্রেমের স্মৃতিশৌধ হিসাবে পরিচিত তা দেখে সস্ত্রীক ট্রাম্প সত্যিই আশ্চর্য হয়েছিলেন।

তাজমহলের স্থাপত্যের গল্প শুনে বিস্মিত সস্ত্রীক ট্রাম্প

তাজমহলের স্থাপত্যের গল্প শুনে বিস্মিত সস্ত্রীক ট্রাম্প

ডোয়াইট ডেভিড আইজেনহাওয়ার (‌১৯৫৯)‌ ও বিল ক্লিনটন (‌২০০০)‌-এর পর ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি তাজ মহল দর্শনে এলেন। প্রেসিডেন্টের গাইড নীতিন কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘‌আমি তাঁদের তাজ মহলের গল্প বলি, এর নির্মাণ কাজ এবং তার নেপথ্যের কাহিনী। শাহজাহান ও তাঁর স্ত্রী মুমতাজের গল্প শোনার পর প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আবেগঘন হয়ে পড়েন। কিভাবে শাহজাহানের নিজের ছেলে ঔরঙ্গজেব তাঁকে গৃহবন্দী করে রাখেন এবং শাহজাহানের মৃত্যুর পর মুমতাজের সমাধির পাশেই তাঁকে কবর দেওয়া হয়।'‌ গাইড জানান যে তিনি যখন তাজমহলের ইতিহাস ও গম্বুজের স্থাপত্য ও নকশার বিশদ বিবরণ দিচ্ছিলেন তখন ট্রাম্প দম্পতি তা মন দিয়ে শুনছিলেন। গাইড বলেন, ‘‌মেলানিয়া ট্রাম্প মুলতানি মাটির প্যাক চিকিৎসা সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং এ বিষয়ে বিস্তারিত জানার পর তিনি বিস্মিত হয়ে যান।'‌

তাজ প্রেরণা দেয় ট্রাম্পকে

তাজ প্রেরণা দেয় ট্রাম্পকে

বিশ্বের ছবি তোলার গন্তব্যস্থানগুলির মধ্যে রাষ্ট্রপ্রধানদের পছন্দের জায়গা ভারতের এই তাজ মহল। ১৬৩১ সালে শাহজাহানের স্ত্রী মুমতাজের মৃত্যুর পর এই স্মৃতিশৌধ গড়ে ওঠে, ২০ বছর সময় লাগে এটি নির্মাণ করতে। তাজের ভিজিটার্স বুকে ট্রাম্প-মেলানিয়া যৌথভাবে লিখলেন, ‘‌তাজ মহল আমাকে প্রেরণা দেয়, এটি ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সৌন্দর্যের এক কালজয়ী প্রমাণ। ধন্যবাদ ভারত।' তাজ মহল কমপ্লেক্সের কাছে বসবাসকারী মহম্মদ জাফর বলেন, ‘‌নীতিন বহু বছর ধরে গাইডের কাজ করছেন। ‌ভিভিআইপি দর্শনের জন্যই তাঁকে নির্বাচন করা হয়েছিল।'‌

'সিএএ পন্থী মানে মুসলিম বিরোধী, এটা বুঝে গিয়েছি!' টুইট তোপ অনুরাগ কাশ্যপের 'সিএএ পন্থী মানে মুসলিম বিরোধী, এটা বুঝে গিয়েছি!' টুইট তোপ অনুরাগ কাশ্যপের

English summary
Nitin Kumar, an Agra-based guide, said the first word US President Donald Trump said after seeing the Taj Mahal was
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X