For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ল্যাবে তৈরি হিরে আসল বলে বিক্রি করত মেহুল চোকসির সংস্থা, সামনে এল মার্কিন রিপোর্ট

পলাতক হিরে ব্যবসায়ী তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কয়েক হাজার কোটি টাকার জালিয়াতির অভিযুক্ত মেহুল চোকসি ভারত থেকে পালিয়ে অ্যান্টিগায় গিয়ে রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

পলাতক হিরে ব্যবসায়ী তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কয়েক হাজার কোটি টাকার জালিয়াতির অভিযুক্ত মেহুল চোকসি ভারত থেকে পালিয়ে অ্যান্টিগায় গিয়ে রয়েছেন। এহেন মেহুল চোকসির সংস্থা পরীক্ষাগারে তৈরি নকল হিরে আসল বলে বিক্রি করত। তাতে যে সার্টিফিকেশন বা শংসাপত্র লাগত সেটাও জাল বলে মার্কিন তদন্তকারী সংস্থা তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

ল্যাবে তৈরি হিরে আসল বলে বিক্রি করত মেহুল চোকসির সংস্থা

নিজেদের সংস্থার ব্র্যান্ড নেমকে কাজে লাগিয়ে এই জালিয়াতি সহজে করা হতো বলে জানানো হয়েছে। গতবছরেই গীতাঞ্জলি জেমস সংস্থায় কাজ করা প্রাক্তন এমডি সন্তোষ শ্রীবাস্তব জানিয়েছেন, যে হিরে গ্রেড এ বলে বিক্রি করা হতো, তা আসলে গ্রেড সি-র হিরে। তবে শংসাপত্র জালিয়াতি করে, ব্র্যান্ড নেম দেখিয়ে জালিয়াতি করা হতো।

প্রায় ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতিতে মেহুল চোকসি বাদে তার ভাগ্নে নীরব মোদী ও পরিবারের অনেকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া পিএনবি-র শীর্ষ আধিকারিকরাও এতে জড়িত বলে অভিযোগ রয়েছে। মামা-ভাগ্নে মেহুল ও নীরব দুজনই দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতে লুকিয়ে রয়েছেন। ভারত সরকার তাদের দেশে ফেরত আনার প্রচেষ্টা করছে।

English summary
Mehul Choksi's firm likely sold lab-grown diamonds as natural, says US Probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X