For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত থেকে 'পলাতক' মেহুল চোকসি অ্যান্টিগাতেও নিখোঁজ, সন্দেহ কোনদিকে

Google Oneindia Bengali News

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বহু কোটি টাকার হাইপ্রোফাইল জালিয়াতি মামলায় অন্য়তম অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি ফের পলাতক। এর আগে তিনি ভারত থেকে এই স্ক্যামে অভিযুক্ত হতেই পলায়ন করেন। এরপর ঠাঁই পান অ্যান্টিগাতে। এরপর তাঁর আইনজীবী বর্তমানে দাবি করছেন যে মেহুল অ্যান্টিগাতেও নিখোঁজ।

Mehul Choksi Missing claims Lawyear, may have fled to Cuba , probe on

প্রসঙ্গত, ভারত থেকে পলাতক মেহুল চোকসি কয়েক বছর আগে অ্য়ান্টিগাতে আশ্রয় নেন। সেখানে নাগরিকত্ব পেয়ে যান তিনি। এদিকে, ততদিনে পিএনবি স্ক্যামে তিনি 'ওয়ান্টেড' ভারতের বুকে। দেশের অন্যতম হাইপ্রোফাইল জালিয়াতির অন্যতম নাম হয়ে দাঁড়ান মেহুল।

এদিকে, ক্যারিবিয়ান দ্বীপ অ্য়ান্টিগা ও বারবুদায় সেই সময় নাগরিকত্ব নিয়ে নেন মেহুল। ফলে সেদেশের নাগরিক মেহুলকে খুঁজতে আপাতত অ্যান্টিগার পুলিশ নেমেছে তদন্তে। জোরদার খোঁজের মাঝেই মনে করা হচ্ছে সম্ভবত কিউবাতে পলায়ন করেছেন এই তাবড় হীরে ব্যবসায়ী। এমনই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।

মেহুলের নিখোঁজ হওয়ার ঘটনার কথা এদিন জানান তাঁর আইনজীবী। অ্যান্টিগা পুলিশ জানিয়েছে, মেহুল চোকসি সম্পর্কে যে তথ্য উঠে আসতে শুরু করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার অ্যান্টিগায় নিজের বাড়ি থেকে একটি গাড়ি নিয়ে বের হন মেহুল চোকসি। রবিবার ভোর রাতের এই ঘটনার পর সেভাবে মেহুলকে সারা দেশের কোথাও দেখা যায়নি।

এদিকে , কিউবাতে মেহুল চোকসির কিছু সম্পত্তি রয়েছে। মনে করা হচ্ছে সেখানেই সম্ভবত মেহুল গিয়ে গা ঢাকা দিয়েছেন। কিউবাতে মেহুলের একটি তাবড় বিলাসবহুল বাড়ি আছে। এদিকে, আরও একটি মহলের ধারণা, যে মেহুলের নাগরিকত্ব খারিজের জন্য অ্যান্টিগা প্রশাসনের ওপর প্রবল চাপ বাড়িয়েছে করেছে ভারত। এমতাবস্থায় চাপে পড়েই মেহুলকে অ্যান্টিগা ছাড়তে হয়েছে।

English summary
Mehul Choksi Missing claims Lawyear, may have fled to Cuba , probe on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X