For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংবিধানের ৩৫-এ ধারা নিয়ে হুঁশিয়ারি মেহবুবা মুফতির

কাশ্মীর থেকে ৩৫-এ ধারা কোনও ভাবেই তুলে নেওয়া যাবে না। রীিতমতো হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রকে সতর্ক করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৫-এ ধারা কোনও ভাবেই তুলে নেওয়া যাবে না। রীিতমতো হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রকে সতর্ক করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন সংবিধানের এই ধারা ফিরিয়ে নিলে আগুনের সঙ্গে খেলা করতে চাইছে কেন্দ্র। শ্রীনগরে একটি অনুষ্ঠােন বক্তব্য রাখতে গিয়ে মেহবুবা মুফতি দলের নেতা কর্মীদের বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। দলের নেতাদের িতনি বলেছে সংবিধানের ৩৫(এ) ধারা রক্ষার জন্য সবরকম লড়াইযের জন্য তাঁদের প্রস্তুত থাকতে হবে। কেউ এই ধারায় কোনওরকম পরিবর্তন করতে চাইলে শুধু তার হাতই নয় তাঁকে জীবন্ত জ্বালিতে দেওয়া হবে বলে রীতি মত হুঁশিয়ারি দিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সংবিধানের ৩৫-এ ধারা নিয়ে হুঁশিয়ারি মেহবুবা মুফতি

কাশ্মীরের বিশেষ মর্যাদার উপর কেউ আঘাত হানার চেষ্টা করলে তিনি জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
মুফতির দাবি পিডিপি নেতাদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার। কারণ তাঁরা জানেন কাশ্মীরের অধিকার রক্ষায় েদওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে একমাত্র পিডিপি। কোনওভাবেই তাঁরা কাশ্মীরের স্বার্থে আঘাত হানতে দেবেন না।

একসময়ে এই পিডিপি-ই বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিল কাশ্মীরে। যদিও সেই সরকার বেশিদিন স্থায়ী হয়নি। তারপরেউ বিজেপির সঙ্গে চরম বৈরিতা শুরু হয় মুফতিদের। বিশেষ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার বিষযে বিেজপির সঙ্গে বিরোধ এখন চরমে পৌঁছে পিডিপির।

English summary
Mehbooba Mufti warned the Centre on Article 35A
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X