ফের এক বালাকোট হামলা হচ্ছে! এক্সিট পোলের ফলাফলের পর মন্তব্য মুফতির
ফের একটা বালাকোটের হামলা হতে চলেছে। এই বলেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এক্সিট পোলের পর কেন্দ্র তথা নির্বাচন কমিশনকে ঘুরিয়ে বিঁধলেন। ইভিএমের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এক্সিট পোলের পর ইভিএম গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের মুখে। মনে করছেন তিনি।

ভারতীয় বায়ুসেনা কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর পাল্টা বালাকোটের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। সেই ঘটনার পর বিরোধীরা দাবি তুলেছিল, এমন কোনও হামলা যদি ভারত করে থাকে, তাহলে তার প্রমাণ দিক কেন্দ্র। এই নিয়ে কেন্দ্রকে মুফতি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আক্রমণ করেন।
সেই প্রসঙ্গে মুফতি এদিন বলেছেন, ইলেকশন কমিশনের নিস্তব্ধতা বেশ চিন্তার। ইভিএম নিয়ে নানা প্রমাণ সামনে আসার পরও কমিশন চুপ করে রয়েছে। যা অবশ্যই দুশ্চিন্তার। এবং তা নিয়ে মুখও খুলছে না। তার পাশাপাশি এক্সিট পোলে্র ফলাফল সামনে এসেছে। ফলে ইভিএম কারচুপির সম্ভাবনা সমূহ। এই ঘটনাকেই বালাকোটে হামলার সঙ্গে তুলনা করেছেন মুফতি।
বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা ইভিএম কারচুপি নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ইভিএম কারচুপি করে কেন্দ্রের মোদী সরকার ফের একবার ক্ষমতায় আসতে পারে বলে তাঁরা কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন।