For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাক প্রধানমন্ত্রীর প্রশংসা করে রামমন্দির প্রসঙ্গে বিজেপিকে তোপ মেহবুবার

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরাণের খানের ভূয়সী প্রশংসার সরব হলেন।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরাণের খানের ভূয়সী প্রশংসার সরব হলেন। পাক-স্তূতি সঙ্গে নিয়েই এদিন এক টুইটে বিজেপিকে আক্রমণ করেন কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা।

পাক প্রধানমন্ত্রীর প্রশংসা করে রামমন্দির প্রসঙ্গে বিজেপিকে তোপ মেহবুবার

নামকরণ ইস্যুতে এদিন একটি তোপ দাগেন মেহবুবা মুফতি। উল্লেখ্য, পাকিস্তানে এক বিশ্ববিদ্যালয় ও বালোকি রিজার্ভ ফরেস্ট-এর নাম শিখ ধর্মগুরু গুরুনানকের নামে হতে চলেছে । এমন ঘোষণা করেছেন পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। আর ইমরানের সেই ঘোষণার প্রশংসা করে এদিন বিজেপি সরকারকে তোপ দাগেন মেহবুবা মুফতি। তিনি টুইট বার্তায় জানান, ' কেন্দ্র সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ঐতিহাসিক শহরের নাম পরিবর্তন করার বিষয়ে আর রামমন্দির গড়ার ক্ষেত্রে। আর অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বালোকি রিজার্ভ ফরেস্ট ও বিশ্ববিদ্যালয় গড়ছেন গুরু নানকজির নামে। '

উল্লেখ্যা , বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিভিন্ন ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা করা হয়েছে। এলাহাবাদকেও প্রয়াগরাজ নামে নামাঙ্কিত করা হয়েছে। সেই প্রসঙ্গকে টেনে এনেই এদিন পাকিস্তানে গুরু নানকের ৫৫০ বছরের জন্মবার্ষিকী পালনের তুলনা করেছে প্রাক্তন কাশ্মীরি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

English summary
Hitting out at the ruling BJP government over Ayodhya dispute, former Jammu and Kashmir Mehbooba Mufti said that in the "top priority" of the Modi government now seems to rename historic cities and building Ram Mandir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X