For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'টুকরে টুকরে'র পর 'গুপকর গ্যাং', নির্বাচনের নির্ঘণ্ট বাজতেই ৩৭০ ধারা ঘিরে উত্তপ্ত কাশ্মীর

Google Oneindia Bengali News

ন্য়াশনাল কনফারেন্স, পিডিপি, পিপলস কনফারেন্স এবং সিপিআইএম মিলে জম্মু ও কাশ্মীরে পিপলস অ্য়ালায়েন্স অফ গুপকর ডিক্লেয়ারেশন গঠন করে৷ যারা যৌথভাবে জম্মু ও কাশ্মীরের নব নির্মিত জেলা উন্নয়ন কাউন্সিলের ভোটে লড়াই করবে৷ এনিয়ে গত ২৪ অক্টোবর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লা জানিয়েছিলেন, গুপকর জোট তৈরি করা হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বিশেষ অধিকার পুনরায় প্রতিষ্ঠিত করতে৷

গুপকর জোটকে তোপ অমিত শাহর

গুপকর জোটকে তোপ অমিত শাহর

এই গুপকর জোট বা কাশ্মীরের আঞ্চলিক দলগুলির মহাজোট পিপলস অ্য়ালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশনের বিরুদ্ধে টুইটারে সরব হন অমিত শাহ৷ যেখানে তিনি অভিযোগ করেন, গুপকর জোট জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনীর হস্তক্ষেপের জন্য় দরবার করছে৷ যা ভারতের মানুষ বেশিদিন সহ্য় করবে না বলে হুঁশিয়ারি দেন তিনি৷ যাকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অসাধু বিশ্ব জোট বলে অভিযোগ করেন তিনি৷ এনিয়ে কংগ্রেসের অবস্থান কী তাও জানতে চান অমিত শাহ৷

অমিত শাহকে পাল্টা তোপ মেহবুবার

অমিত শাহকে পাল্টা তোপ মেহবুবার

এরপরই অমিত শাহকে পাল্টা তোপ দাগতে ময়দানে নামেন আবদুল্লা, মেহবুবা মুফতিরা। এদিন অমিত শাহকে পাল্টা তোপ দেগে মেহবুবা মুফতি এক টুইট বার্তায় লেখেন, 'ভারতকে বিভক্ত করার লক্ষ্যে লাভ জেহাদ থেকে শুরু করে টুকড়ে টুকড়ে নিয়ে সরব হয়েছেন তাঁরা। এবার পুপকর গ্যাং নিয়ে মিথ্যাচার ছড়াতে চাইছে। তাঁরা এখন বেকারত্ব ও মুদ্রাস্ফীতি নিয়ে চুপ।'

মুখ খুলেছেন ওমর আবদুল্লাও

মুখ খুলেছেন ওমর আবদুল্লাও

এদিকে মুখ খুলেছেন ওমর আবদুল্লাও। তিনি এদিন লেখেন, 'জম্মু ও কাশ্মীর দেশের একমাত্র স্থান যেখানে নির্বাচনে লড়তে চাওয়া দেশদ্রোহিতার সামিল। এখানে নেতাদের আটক করে রাখা হয় নির্বাচন লড়াই করতে চাওয়ায়। ওরা ভেবেছিল জম্মু ও কাশ্মীর জুড়ে বিজেপি রাজ করবে। তবে আমরা নির্বাচনে লড়ব শুনেই অমিত শাহ এভাবে আমাদের আক্রমণ করছেন।'

কী বলেছিলেন অমিত শাহ?

কী বলেছিলেন অমিত শাহ?

প্রসঙ্গত, মঙ্গলবার নিজের টুইটারে অমিত শাহ লেখেন, গুপকর জোট এবার বিশ্ব দরবারে যাচ্ছে৷ তারা চাইছে, জম্মু ও কাশ্মীরে বিদেশি বাহিনী হস্তক্ষেপ করুক৷ এই গুপকার জোট ভারতের তেরঙ্গাকে অসম্মান করেছে৷ এরপরেই তিনি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির মত জানতে চেয়ে প্রশ্ন করেন৷ তিনি লেখেন, সোনিয়াজি ও রাহুলজি কি গুপকার দলের এই পদক্ষেপকে সমর্থন করেন? তাঁরা তাঁদের অবস্থান দেশের কাছে স্বচ্ছ করুক৷

কাশ্মীরকে সন্ত্রাসের যুগে নিয়ে যেতে চাইছে গুপকর জোট

কাশ্মীরকে সন্ত্রাসের যুগে নিয়ে যেতে চাইছে গুপকর জোট

অমিত শাহ এখানেই থামেননি। আরও একটি টুইট করে তিনি লেখেন, কংগ্রেস এবং গুপকর গ্যাং জম্মু ও কাশ্মীরকে আবারও সন্ত্রাস ও অশান্তির যুগে নিয়ে যেতে চাইছে৷ ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার দলিত, মহিলা ও আদিবাসী সম্প্রদায়কে যে অধিকার দিয়েছে, কংগ্রেস এবং গুপকর জোট তা কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ করেছেন শাহ৷

<strong>করোনা আবহে অন্ধকার মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, এবার ট্রাম্পকে হুঁশিয়ারি বাইডেনের</strong>করোনা আবহে অন্ধকার মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, এবার ট্রাম্পকে হুঁশিয়ারি বাইডেনের

English summary
Mehbooba Mufti and Omar Abdullah lashes out at Amit Shah as Kashmir's politics heats up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X