For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে খনিতে আটক ১৫ শ্রমিক! 'প্রতি মুহূর্ত দামী', মনে করিয়ে সুপ্রিম কোর্ট দিল চূড়ান্ত বার্তা

তিন সপ্তাহ ধরে মেঘালয়ের খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। সুপ্রিম কোর্ট এই ঘটনায় চূড়ান্ত হতাশা প্রকাশ করেছে।

  • |
Google Oneindia Bengali News

তিন সপ্তাহ ধরে মেঘালয়ের খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। ৩৭০ ফুট গভীর অবৈধ এই খনিতে আচমকা পাশের নদীর জল ঢুকে পড়ে এতজন আটকে পড়েন। তারপর থেকে তাঁদের খোঁজ নেই। এরপরে প্রশাসনের গড়িমসিতে কেটে যায় দুই সপ্তাহ। গত এক সপ্তাহ ধরে জোরকদমে উদ্ধারকার্যে নামা হলেও এখনও একজনের খোঁজও পাওয়া যায়নি।

মেঘালয়ে খনিতে আটকে ১৫ শ্রমিক! হতাশ সুপ্রিম কোর্ট দিল চূড়ান্ত বার্তা

সুপ্রিম কোর্ট এই ঘটনায় চূড়ান্ত হতাশা প্রকাশ করেছে। কেন এতটা উদাসীন মনোভাব দেখাল প্রশাসন সেই প্রশ্নও ছুঁড়ে দিয়েছে। প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তা জানিয়ে আদালত একইসঙ্গে স্পষ্ট নির্দেশ দিয়েছে, শ্রমিকরা কী অবস্থায় রয়েছে তা বিবেচ্য নয়। জীবিত অথবা মৃত তাদের উদ্ধার করতে হবে। ঈশ্বরের কাছে প্রাথর্না করি, তাঁরা যেন বেঁচে থাকেন। বলেছেন শীর্ষ আদালতের বিচারপতি।

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ এই খনিতে গত ১৩ ডিসেম্বর শ্রমিকরা কাজ করতে গিয়ে আটকে পড়েন। তারপর থেকে তাদের কোনও খোঁজ নেই।

[আরও পড়ুন:সরবিমালা বিক্ষোভে প্রাণ গেল একজনের, তুমুল বিক্ষোভের মাঝে কেরলে চলছে বনধ][আরও পড়ুন:সরবিমালা বিক্ষোভে প্রাণ গেল একজনের, তুমুল বিক্ষোভের মাঝে কেরলে চলছে বনধ]

প্রশাসন ৭২জন এনডিআরএফ কর্মী, ১৪ জন নৌসেনা আধিকারিক, কোল ইন্ডিয়ার কর্মীদের নিয়ে উদ্ধারে নেমেছে। তবে তাতেও কাজের কাজ কিছু হয়নি। এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরে কী হয়।

English summary
Meghalaya miners should be taken out dead or alive, instructs Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X