For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে খনি থেকে তোলা হল ২ কোটি লিটার জল, তারপর কি দেখা মিলল শ্রমিকদের

প্রায় একমাস হতে চলল মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৫জন শ্রমিক।

  • |
Google Oneindia Bengali News

প্রায় একমাস হতে চলল মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৫জন শ্রমিক। এখনও তাঁদের খুঁজে পাওয়া যায়নি। তাঁদের খোঁজ চালাতে গিয়ে বৃহস্পতিবার পাম্প করে তুলে ফেলতে হয়েছে ২৮ লক্ষ লিটার জল। তা সত্ত্বেও নৌসেনার প্রশিক্ষিত সাঁতারুরা শ্রমিকদের কোনও খোঁজ পাননি।

মেঘালয়ে খনি থেকে তোলা হল ২ কোটি লিটার জল

কোল ইন্ডিয়া, কিরলোসকর ব্রাদার্স লিমিটেড, ওড়িশা ফায়ার সার্ভিস সবমিলিয়ে এতদিনে ২.১ কোটি লিটার জল পাম্প করে খনি থেকে তুলে ফেলেছেন। তারপরও কারও খোঁজ মেলেনি।

শুধু তাই নয়, খনিতে জলের মাত্রাও খুব বেশি কমেনি। পাশের নদীর জল ফের ভরিয়ে দিচ্ছে খনির ভিতরের অংশ। ফলে উদ্ধারকারীরা কী করবেন বুঝে উঠতে পারছেন না। খনির একটা অংশে জলের গভীরতা ১৬০ ফুটের বেশি। এদিকে ১০০ ফউটের বেশি নিচে ডাইভ করে উদ্ধার খুব বেশি ঝুঁকির। সেই ক্ষমতা উদ্ধারকারীদের নেই।

সবমিলিয়ে নৌসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, ওড়িশা ফায়ার সার্ভিস, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল, রাজ্য দমকল মিলিয়ে মোট ২০০ জনের উদ্ধারকারী দল একসঙ্গে কাজ করছেন।

এই খনিটি মেঘালয়ের রাজধানী থেকে ১৪০ কিমি দূরে। ২০১৪ সালে এখান থেকে কয়লা তোলা নিষিদ্ধ করে গ্রিন ট্রাইব্যুনাল। তা সত্ত্বেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ উপায়ে কয়লা তোলা হচ্ছিল। যার জেরে বিপদে পড়েছেন ১৫জন শ্রমিক।

English summary
Meghalaya mine tragedy: 28 L litres of water drained out, still no change in water level
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X