For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে জঙ্গি সংগঠনের প্রভাব কমছে! আত্মসমর্পণ নিয়ে আশাবাদী মন্ত্রী

রাজ্যে গ্যারো ন্যাশনাল আর্মির কার্যকলাপ স্তিমিত হয়ে আসার প্রভাব পড়ছে উলফা-আই-এর ওপরেও। এমনটাই মন্তব্য করেছেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস কে সাংমা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে গ্যারো ন্যাশনাল আর্মির কার্যকলাপ স্তিমিত হয়ে আসার প্রভাব পড়ছে উলফা-আই-এর ওপরেও। এমনটাই মন্তব্য করেছেন মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস কে সাংমা।

মেঘালয়ে জঙ্গি সংগঠনের প্রভাব কমছে! আত্মসমর্পণ নিয়ে আশাবাদী মন্ত্রী

মন্ত্রী বলেছেন, মূলত গারো পর্বত থেকে কার্যকলাপ চালাত জিএনএলএ। কিন্তু তাদের কার্যকলাপ স্তিমিত হয়ে আসায় উলফার পক্ষেও গারো পর্বত এলাকায় পা রাখা কঠিন। একইসঙ্গে মন্ত্রী বলেছেন, সিনিয়র নেতাদের হারাচ্ছে জিএনএলএ। ফলে এর প্রভাব পড়বে নিচের তলাতেও। মন্ত্রী আশাবাদী যে, আত্মগোপন করে থাকা জঙ্গি সংগঠনের পিছনের সারির কর্মীরা সামনে এসে আত্মসমর্পণ করবে। এই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে বলে মন্তব্য করেছেন তিনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, একসময়ের দাপিয়ে বেড়ানো জঙ্গি সংগঠন জিএনএলএ-র কাজকর্ম প্রায় নেই বললেই চলে। তবে রাজ্যের স্বরাষ্ট্র দফতর বিষয়টি নিয়ে সতর্ক বলে জানিয়েছেন তিনি।

English summary
Meghalaya Home minister is hopeful of surrendering of GNLA cadres
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X