For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মেঘালয়ও হাতছাড়া কংগ্রেসের! কী বলছে জন কী বাতের এক্সিট পোল সমীক্ষা

মেঘালয়ে কংগ্রেসের জন্য ভালো খবর নেই জন কী বাতের এক্সিট পোল সমীক্ষায়। ফলাফল বলছে শাসক দল কংগ্রেস ২৪ থেকে কমে ১৩-১৭টি আসনের মধ্যে পাবে।

  • |
Google Oneindia Bengali News

মেঘালয়ে ৬০টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এদিন ভোট হয়েছে। কংগ্রেস এখানে ক্ষমতায় ছিল। এবারও কী কংগ্রেস জোট করে এখানে ক্ষমতায় থেকে যেতে পারবে? বিজেপির এরাজ্যে তেমন শক্ত ঘাঁটি নেই। ২০১৩ সালে শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ২৯টি আসন পেয়েছিল। বিজেপি একটিও আসন ছিল না। তবে পরে দলবদলে ২জন বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে কংগ্রেসেরও কমে ২৪টি আসন হয়ে গিয়েছে। এবারও কংগ্রেসের হয়ে ভোটে জিতে মুকুল সাংমা কি ফের মুখ্যমন্ত্রী হতে পারবেন? দেখে নেওয়া যাক এক্সিট পোল রেজাল্ট কী বলছে।

এবার মেঘালয়ও হাতছাড়া কংগ্রেসের! কী বলছে জন কী বাতের সমীক্ষা

কংগ্রেসের জন্য ভালো খবর নেই জন কী বাতের এক্সিট পোল সমীক্ষায়। ফলাফল বলছে শাসক দল কংগ্রেস ২৪ থেকে কমে ১৩-১৭টি আসনের মধ্যে পাবে। বিজেপি ২টি আসন থেকে বেড়ে ৮-১২টি আসনের মধ্যে পেতে পারে।

এদিকে সমীক্ষায় সবচেয়ে উপরে উঠে এসেছে এনপিপি। তাদের ছিল মাত্র ২জন বিধায়ক। সেখান থেকে বেড়ে ২৩-২৭টি আসন হতে পারে এনপিপি-র। অন্যান্যরা ২-৬টি আসন পেতে পারে বলে দাবি করছে জন কী বাত এক্সিট পোল।

যার অর্থ মেঘালয়ে ভোটের পর জোটের নয়া সমীকরণ তৈরি হবে। বিধানসভায় কেউই সংখ্যাগরিষ্ঠতা না পেলে নতুন রাজনৈতিক অঙ্কের ইঙ্গিত জন কী বাতের সমীক্ষায়।

English summary
Congress set to lose Meghalaya, says Jaan Ki Baat Exit Poll Results 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X