For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অন্দরেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধিতা! আবেদন অমিত শাহে কাছে

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধিতা বিজেপির অন্দরমহলেই। মেঘালয় বিজেপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে করা আবেদনে বলা হয়েছে, রাজ্যকে যেন এই নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ থেকে বাদ দেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধিতা বিজেপির অন্দরমহলেই। মেঘালয় বিজেপির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে করা আবেদনে বলা হয়েছে, রাজ্যকে যেন এই নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ থেকে বাদ দেওয়া হয়। সংসদের শীতকালীন অধিবেশনেই আসতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল।

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় চিঠি

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় চিঠি

বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাশাইলাং কোনগির মেঘালয়ের আদিবাসীদের জন্য বিশেষ বিধানগুলি বহাল রাখার আবেদন জানিয়েছেন।

বিজেপি নেতা বলেছেন, অন্য রাজ্যের মতো মেঘালয়ের আদিবাসীরাও সুরক্ষার দাবি রাখে। তিনি মেঘালয়কে দেশের অন্য বড় এবং প্রগতিশীল রাজ্যের সঙ্গে তুলনা করেছেন। যেখানে নাগরিকত্ব সংশোধনী বিল মনুষ্যত্বের স্বার্থ পরিবেশন করবে, বিজেপি দলকে নয়, মন্তব্য করেছেন তিনি।

মেঘালয়ে সরকারে রয়েছে বিজেপি

মেঘালয়ে সরকারে রয়েছে বিজেপি

মেঘালয় বিধানসভায় বিজেপির দুই সদস্য রয়েছে। তারা শাসক জোট মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্য। সরকারের নেতৃত্বে রয়েছেন কনরাড কে সাংমা।

জল্পনা প্রতিবেশী ৩ রাজ্যকে নিয়ে

জল্পনা প্রতিবেশী ৩ রাজ্যকে নিয়ে

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বাশাইলাং কোনগির বলেছেন, জল্পনা তৈরি হয়েছে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মিজোরামকে নাগরিকত্ব সংশোধনী বিল থেকে রেহাই দেওয়া হবে। সেক্ষেত্রে যেই রাজ্যে ইনার লাইন পারমিট রয়েছে, সেই মেঘালয়ে নাগরিকত্ব সংশোধনী বিল লাগু করা ভাল দেখায় না বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেছেন, মেঘায়লয়ের আদিবাসীরা নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ কিংবা মিজোরামের আদিবাসীদের থেকে আলাদা নয়।

আগেই মেঘালয় বিধানসভায় প্রস্তাব পাশ

আগেই মেঘালয় বিধানসভায় প্রস্তাব পাশ

যদিও আগেই মেঘালয় বিধানসভায় প্রস্তাব পাশ করানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে। মুখ্যমন্ত্রী সাংমা আশাপ্রকাশ করেছেন, সেখানকার মানুষের কথা মাথায় রাখবে কেন্দ্র।

English summary
Meghalaya BJP urges to Amit Shah to exclude state's name from Citizenship Amendment Bill 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X