For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই পাকিস্তানি মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'রাখি-বোন'

পাকিস্তানে জন্ম এই মধ্যবয়স্ক মহিলার দাবি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত দুই দশক ধরে রাখি পরিয়ে আসছেন।

  • |
Google Oneindia Bengali News

কামার মহসিন শেখ। জন্ম পাকিস্তানে। মধ্যবয়স্ক এই মহিলার দাবি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত দুই দশক ধরে রাখী পরিয়ে আসছেন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নরেন্দ্র মোদীভাইকে গত ২২-২৩ বছর ধরে রাখী পরিয়ে আসছি। এবারও পরাবো। আমি খুব আনন্দিত।

এই পাকিস্তানি মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'রাখী-বোন'

জানা গিয়েছে, পাকিস্তানের বাসিন্দা কামার মহসিন বিয়ের পর ভারতে চলে আসেন। তারপর থেকে এদেশেই পাকাপাকিভাবে থাকছেন। কামার মহিসিন ভেবেছিলেন ব্যস্ত থাকায় এবছর বোধহয় আর রাখী বাঁধতে পারবেন না। তবে দিন দুয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ফোন পান। ফলে এবছরও দাদা মোদীর হাতে রাখী বাঁধবেন মহসিন কামার।

স্মৃতিচারণ করে কামার মহসিন জানাচ্ছেন, নরেন্দ্র মোদী তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, সেই সময় থেকেই তাঁর কাছে রাখী পরেন। পরে দাদা প্রধানমন্ত্রী হওয়ায় বোন গর্বিত। মোদী দাদা নিজের গুণে ও পরিশ্রমে প্রধানমন্ত্রী হয়েছেন, স্পষ্ট জানাচ্ছেন পাকিস্তান থেকে এদেশে আসা বোন মহসিন কামার।

English summary
Meet Qamar Mohsin Shaikh, PM Modi's Pakistani Rakhi-sister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X