For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বর সারাতে গিলুন 'নমো', ব্যথা সারাতেও ভরসা 'নমো'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ৫ এপ্রিল: বুখার ভাগায়ে এক পল মেঁ! দর্দ মিটায়ে চুটকি মেঁ!

এক নিমেষে সারাবে জ্বর! চুটকিতে সারাবে ব্যথা! যদি খান... হ্যাঁ, যদি খান 'নমো ট্যাবলেট' আর যদি লাগান 'নমোনিজেল'!

লোকসভা ভোটের মুখে নরেন্দ্র মোদী হয়ে উঠেছেন স্টাইল আইকন! নমো কুর্তা, নমো চশমা, নমো থালি... কী না চালু হয়নি। তাই বলে ওষুধও! হ্যাঁ, হিন্দি বলয়ে এখন নরেন্দ্র মোদীর নামাঙ্কিত ওষুধ বিকোচ্ছে দেদার। ডাক্তাররাও লিখছেন প্রেসক্রিপশনে, কখনও আবার ওষুধের দোকানের লোকেরা বলছেন, এটা নিয়ে যান। ভালো কাজ হবে।

'নমো ট্যাবলেট', বাজারে যা প্যারাসিটামল ট্যাবলেট নামে পরিচিত, তাই চকচকে মোড়কে বিক্রি হচ্ছে। জ্বর সারাতে অব্যর্থ। এক পাতার ওষুধের দাম ৩৬ টাকা। দাম আয়ত্তে থাকায় সাধারণ মানুষ এই ওষুধই বেশি কিনছেন। এ ছাড়াও পাওয়া যাচ্ছে 'নমোনিজেল' মলম। ঘাড় বা কোমরে ফিক ব্যথা আটকেছে? লাগিয়ে নিন! চোট পেয়েছেন? লাগান এই মলম, ব্যথা সেরে যাবে। এ ব্যথা-সে ব্যথা, যে ব্যথাই হোক না কেন! অনেকটা আমাদের পরিচিত 'ভোলিনি' মলমের মতো।

গুরগাঁওয়ের আইসিআই হেলথকেয়ার লিমিটেড এমন ওষুধগুলি বাজারে এনেছে প্রথম। সংস্থার ডিরেক্টর নবীন জৈন জানান, "এই প্রথম আমরা দেশের কোনও রাজনীতিবিদের নামে ওষুধ বাজারে আনলাম। নরেন্দ্র মোদী ছাড়াও রাহুল গান্ধীর নামেও ওষুধ বের করেছি আমরা। রাগাফ্ল্যাম। এটা ব্যথার ট্যাবলেট। এখনও পর্যন্ত ২০ লক্ষ পিস নমো ট্যাবলেট আর রাগাফ্ল্যাম বাজারে ছেড়েছি আমরা।"

তিনি জানান, ছয়টি রাজ্যে রমরমিয়ে চলছে এই ওষুধগুলো। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অসম। ভোটের আগে 'দিদি ট্যাবলেট'-ও বের করতে চায় সংস্থাটি। অম্বলের ওষুধটি নামাঙ্কিত হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে।

এর আগে এলাহাবাদের একটি ভোজনালয়ে চালু হয়েছে নমো থালি। ১১০ টাকায় আপনি ভরপেট খাবার পাবেন। ওই ভোজনালয়ের মালিকও বাজারের চলতি হাওয়া বুঝেছেন, যেমন বুঝেছে ওষুধ কোম্পানিটিও।

English summary
Medicine shops are now flooded with NaMo Tablets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X