For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুলাইয়ের মধ্যে অযোধ্যা ইস্যুতে রিপোর্ট দিতে হবে মধ্যস্থতাকারী প্যানেলকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

অযোধ্যা ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্ধারণ করে দেওয়া মধ্যস্থতাকারী প্যানেলের হস্তক্ষেপে আপত্তি জানাল রাম জন্মভূমি ন্যায়াস। তাদের দাবি রামের জন্মভূমি নিয়ে কোনও মধ্যস্থতাকারী প্যানেলের প্রয়োজন নেই।

Google Oneindia Bengali News

অযোধ্যা ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্ধারণ করে দেওয়া মধ্যস্থতাকারী প্যানেলের হস্তক্ষেপে আপত্তি জানাল রাম জন্মভূমি ন্যাস। তাদের দাবি রামের জন্মভূমি নিয়ে কোনও মধ্যস্থতাকারী প্যানেলের প্রয়োজন নেই। এদিকে ৩১ জুলাইযের মধ্যে মধ্যস্থতাকারী প্যানেলকে রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত।

জুলাইয়ের মধ্যে অযোধ্যা ইস্যুতে রিপোর্ট দিতে হবে মধ্যস্থতাকারী প্যানেলকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ ১১ জুলাইয়ের মধ্যে প্যানেলের কাছে রিপোর্ট তলব করেছিলেন। এবং জানানো হয়েছিল ২৫ জুলাই থেকে প্রতিদিন শুনানি শুরু হত পারে। কিন্তু তার পরেও বাড়তি সময় চেয়েছিল প্যানেল। শেষে ১ অগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

এদিকে এই প্যানেলের বিরোধিতা করেছে রাম জন্মভূমি ন্যায়াস। তাঁদের দাবি, রাম যেখানে জন্মেছেন সেখানে কোনও বিতর্ক নেই। কাজেই রাম জন্মভূমি ইস্যুতে কোনও মধ্যস্থতাকারী প্যানেলের প্রয়োজন নেই। অযোধ্যায রাম মন্দিত তৈরি হবেই বলে দাবি করেছেন তাঁরা।

১৯৯৩ সলের ২৫ জানুয়ারি বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন সদস্যকে নিয়ে তৈরি হয়েছিল রাম জন্মভূমি ন্যায়াস। মহন্ত রামচন্দ্র পরমহংস ছিলেন এই ন্যায়াসের প্রথম প্রধান। তাঁরা দাবি জানিয়েছিলেন রাম জন্মভূমির জমি সরকার অধিগ্রহণ করতে পারবে না। এই জমিতে রাম মন্দিরই তৈরি হবে।

কিন্তু আযোধ্যা বিতর্ক নিয়ে শীর্ষ আদালতে চলা মামলার প্রেক্ষিতে একটি মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করে দেওয়া হয়েছিল। তাঁদের কাজ রামমন্দির নিয়ে সকলের মতামত সংগ্রহ করা। এবং একটি সমাধান সূত্রের সন্ধান দেওয়া।

English summary
Mediation in the Ayodhya temple-mosque dispute will continue till July 31
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X