ডেঙ্গির চিকিৎসায় ফের অমানবিকতা, এবার অভিযুক্ত গুরুগ্রামের এই হাসপাতাল
নয়ডার ফর্টিস হাসপাতালের পর এবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল। ডেঙ্গি আক্রান্তের চিকিৎসায় প্রায় ১৬ লক্ষ টাকা বিল করার অভিযোগে সরকারের নজরে হাসপাতাল কর্তৃপক্ষ।

৮ বছরের ডেঙ্গি আক্রান্ত বালকের ২১ দিনের চিকিৎসায় ১৫. ৮৮ লক্ষ টাকা বিল ধরানো হয়। যদিও সেই বালককে বাঁচানো যায়নি।
সংবাদ মাধ্যমকে ওই বালকের বাবা জানিয়েছেন, তাঁর সন্তান ২১ দিন সেই হাসপাতালে ভর্তি ছিল। ছেলের মৃত্যুর পর হাসপাতাল বিল ধরিয়েছে ১৫.৮৮ লক্ষ টাকা। টাকা মেটাতে সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছেন তাঁরা। চিকিৎসার নামে হাসপাতাল লুঠ চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বিষয়টি নিয়ে গুরুগ্রামের সদর পুলিশ থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের বিরুদ্ধে। এমনটাই জানিয়েছেন গুরুগ্রাম পুলিশের পিআরও।
আরও অভিযোগ, বালকের চিকিৎসায় যখন কিছু করা যাবে না, এটা বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ বালককে অন্য হাসপাতালে রেফার করে। পরিবারের অভিযোগ, বালককে সরকারি হাসপাতালে পাঠাতে বাধ্য করে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে একইরকমের ঘটনা ঘটেছিল নয়ডায়। ডেঙ্গির চিকিৎসায় ১৬ লক্ষ টাকা বিল করার অভিযোগ উঠেছিল নয়ডার ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেবারও চিকিৎসারতকে বাঁচাতে পারেনি ওই বেসরকারি হাসপাতাল।