
মাঝ আকাশে বিকল ইঞ্জিন! মুম্বই বিমানবন্দরে অবতরণ বিমান, বিক্ষুব্ধ যাত্রী
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় মুম্বই বিমানবন্দরে অবতরণ করানো হয়। জানা গিয়েছে A320neo বিমানটি ছাড়ার ঠিক ২৭ মিনিট পর ফিরে আসে। কিন্তু কেন ঘটল এমন ঘটনা?

সূত্র কী জানাল
সূত্র মারফত জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানের একটি ইঞ্জিন মাঝ আকাশে বন্ধ হয়ে যায়। আর এই কারনেই বিমানটিকে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করানো হয়। ঘটনায় রেগে যান বিমানের যাত্রীরা।

কেন বিমান অবতরণ করলেন চালকেরা
সকাল ৯টা ৪৩ মিনিটে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ৩২০ বিমান ওড়ার মিনিট খানেকের মধ্যেই বিমানের চালকেরা ইঞ্জিনে গোলমাল হয়েছে তার সতর্কতা বা ওয়ার্নিং পান। ইঞ্জিনটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পাইলট সকাল ১০ টা ১০ মিনিটে মুম্বাই বিমানবন্দরে ফিরে আসে। কোন ঝুঁকি না নিয়েই পাইলটরা বিমানটি অবতরণ করেন। এয়ার ইন্ডিয়ার A320neo প্লেনে CFM এর লিপ ইঞ্জিন থাকে। কিন্তু এমন কেন ঘটল?

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র কী জানালেন
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান, বৃহস্পতিবার বিমান পরিবর্তন করে যাত্রীদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এই ঘটনার তদন্ত করছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

মুখপাত্র বলেন,
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা বেশী বলে তিনি মনে করেন। আমাদের ক্রু এই পরিস্থিতি মোকাবেলায় খুব পারদর্শী। আমাদের ইঞ্জিনিয়াররা এই সমস্যাটি কীভাবে ঘটল, টা খতিয়ে দেখা শুরু করেছে।

রেগে যান যাত্রীরা
সম্প্রতি কিন্তু টাটা গ্রুরপ কিনে নিয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমান সংস্থা। তবে, এঘটনায় কিন্তু অনেকটাই বিরক্ত হয়েছেন বিমানে থাকা যাত্রীরা। তবে, বিমান বিমানবন্দরে অবতরণ করার পর অন্য একটি বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
সেনাবাহিনী ও নৌবাহিনীতে চাকরি, পরীক্ষা নেবে UPSC